নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

ছবি: গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

একজন খেলোয়াড়কে ঠিক কোন উপায়ে খেলানো হলে সেটা বাড়তি চাপ তৈরি করবে না– সেটিই 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট'। গেল বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেটে বড় প্রাপ্তি গতিময় পেসার নাহিদ। তার 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' নিয়ে ক্রিকেট মহলেও চলে প্রচুর আলোচনা।
নাহিদ–রিশাদরা পিএসএলে খেলুক, চাওয়া শান্তর
৭ ঘন্টা আগে
একটা সময় একাদশে তিনজন পেসার নিয়ে খেলতে নামতো বাংলাদেশ। সেই সময় পেসারদের কাজই ছিল বলটিকে কিছুটা পুরোনো করে স্পিনারদের হাতে তুলে দেয়া। এমনকি একজন পেসার নিয়ে খেলার রেকর্ডও আছে বাংলাদেশের। তবে সবশেষ কয়েক বছরে সেখান থেকে অনেকটা সরে এসেছে তারা।
ফলে বাংলাদেশের বোলিংয়ের শক্তির জায়গা হয়ে উঠেছেন পেসাররা। ম্যাচ জয়ে বড় অবদানও রাখছেন নিয়মিতই। সবশেষ পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজ জয়ে বল হাতে অবদান রেখেছিলেন নাহিদ, হাসান মাহমুদরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে নাহিদ, তাসকিন আহমেদরা বাংলাদেশকে জিতিয়েছিলেন।

২২ বছর বয়সী নাহিদ রানার ওয়ার্কলোড তাই এদেশের ক্রিকেট মহলে বেশ চর্চিত একটি বিষয়। আবাহনীর হয়ে বিসিবির পরামর্শে বেছেই ম্যাচ খেলছেন নাহিদ। প্রিমিয়ার লিগের পাঁচ রাউন্ড পার হলেও নাহিদ খেলেছেন কেবল দুই ম্যাচে, নিয়েছেন তিন উইকেট।
মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন
৬ মার্চ ২৫
তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আবাহনী ও বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, 'খুব ভালো একজন প্রোসপেক্টিভ সে। বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে কথা বার্তা হচ্ছে। যেটা সব থেকে ভালো দিক, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভালোভাবে করছে। ন্যাশনাল টিমে যারা ফিজিও-ট্রেনার, যারা আবাহনীতে কাজ করছেন, তারা এটা মেইনটেইন করছে।'
'ওই অনুযায়ী যদি দেখেন ওভাবে সে ম্যাচ খেলছে। এখনও পর্যন্ত আল্লাহর রহমতে ফিট আছে। সেই এনার্জি নিয়েই খেলছে। আশা করব সামনে যে ম্যাচগুলো আছে, যে পরিকল্পনা দেয়া হয়েছে ক্রিকেট বোর্ড থেকে এবং এখান থেকে সে অনুযায়ীই সে খেলবে। আমি আশা করব পরের ম্যাচগুলো দিয়ে সে যেন সুস্থভাবে টুর্নামেন্ট শেষ করে।'