promotional_ad

মোহামেডানকে চারে ঠেলে তিনে ইমরুলদের অগ্রণী ব্যাংক

ম্যাচসেরা ইমরুল কায়েস, ক্রিকফ্রেঞ্জি
রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে জেতানো সাদমান ইসলাম পরের ম্যাচে করলেন ৫৩ রান। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ইমরুল কায়েস খেললেন ৮৫ বলে ৮৬ রানের ইনিংস। হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেও অমিত হাসানকে থামতে হয়েছে ৪১ রানে। তাদের তিনজনের ব্যাটে ২৯৪ রানের পুঁজি পায় অগ্রণী ব্যাংক।

promotional_ad

তিনশ ছুঁইছুঁই লক্ষ্য তাড়ায় শাইনপুকুরের হয়ে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেললেন রায়ান রাফসান রহমান। শেষের দিকে ৬১ বলে ৫১ রান করেছেন মিনহাজুল আবেদিন সাব্বির। তাদের দুজনের এমন ব্যাটিংয়েও অগ্রণী ব্যাংকের বিপক্ষে জিততে পারেননি শাইনপুকুর। আরিফ আহমেদ, নাঈম হাসানদের আঁটসাঁট বোলিংয়ে ৪৬ রানের জয় পেয়েছেন ইমরুলরা। এমন জয়ে মোহামেডানকে স্পোর্টিং ক্লাবকে চারে ঠেলে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে অগ্রণী। 


আরো পড়ুন

সাদমানের সেঞ্চুরিতে অগ্রণীর হ্যাটট্রিক, হেরেই চলেছে রূপগঞ্জ টাইগার্স

১৬ মার্চ ২৫
৭ বছর পর সেঞ্চুরি করে অগ্রণী ব্যাংককে জেতালেন সাদমান ইসলাম, রিমার্ক হারল্যান স্পোর্টস

ডিপিএলের চলমান আসরে প্রথম ছয় রাউন্ডের পাঁচটিতে জয় পেয়েছেন তারা ইমরুল, সাদমানরা। তাদের সমান পাঁচটি করে ম্যাচ জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। রান রেটে পিছিয়ে থাকায় সমান পাঁচটি করে ম্যাচ জিতেও পয়েন্ট টেবিলের তিনে অগ্রণী ব্যাংক। তারকা ঠাসা দল সাজিয়ে ৪ জয়ে তালিকার চারে আছে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মোহামেডান।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে ২৯৫ রানের লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শাইনপুকুর। নিয়ন জামান, গোলাম কিবরিয়া, ময়নুল ইসলাম তন্ময়, অনিক সরকার ও ছন্দে থাকা রহিম আহমেদ ফিরেছেন দ্রুতই। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। সেখান থেকে অবশ্য শাইনপুকুরকে টেনে তোলার চেষ্টা করেছেন রায়ান রাফসান ও মিনহাজুল। 



promotional_ad

দারুণ ব্যাটিংয়ে তারা দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। সাবধানী ব্যাটিংয়ে ৮৩ বলে রায়ান রাফসান ও মিনহাজুল পঞ্চাশ ছুঁয়েছেন ৬০ বলে। শাইনপুকুরের আশার আলো হয়ে থাকা রায়ান রাফসান সেঞ্চুরি করেছেন ১২৫ বল খেলে। তবে শুরুতেই বেশি উইকেট হারিয়ে ফেলায় প্রত্যাশা মিটিয়ে রান তুলতে পারেননি তারা দুজন। ফলে ৫ উইকেট হারালেও ২৪৮ রানের বেশি তুলতে পারেনি শাইনপুকুর। অগ্রণী ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আরিফ ও নাঈম। 


আরো পড়ুন

মার্শালের হাফ সেঞ্চুরিতে সহজ ম্যাচ কঠিন করে জিতল অগ্রণী

১৩ মার্চ ২৫
রবিউল-মার্শালে অগ্রণীর কষ্টার্জিত জয়, ক্রিকফ্রেঞ্জি

টস জিতে ব্যাটিং করতে নেমে অগ্রণী ব্যাংককে ভালো শুরু এনে দেন ইমরানুজ্জামান ও সাদমান। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৬০ রান। ইমরানুজ্জামানের বিদায়ে ভাঙে তাদের জুটি। রহিমের বলে ফেরার আগে উইকেটকিপার ব্যাটার করেছেন ৩২ রান। আগের ম্যাচে সেঞ্চুরি করা সাদমান শাইনপুকুরের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেই থেমেছেন। ৬৬ বলে ৫৩ রান করে রায়ান রাফসানের বলে বোল্ড হয়েছেন বাঁহাতি এই ওপেনার। 


সাদমান ফিরলেও অগ্রণী ব্যাংকের রান বাড়িয়েছেন ইমরুল ও অমিত হাসান। তারা দুজনে মিলে ৮৩ রান যোগ করেন। দারুণ ব্যাটিংয়ে ৮৬ রানের ইনিংস খেলে ফিরেছেন অধিনায়ক ইমরুল। চলমান ডিপিএলে দারুণ ছন্দে থাকা বাঁহাতি ব্যাটার প্রথম ছয় রাউন্ডে চারটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন। অমিত আউট হয়েছেন ৪১ রানে। শেষ পর্যন্ত ২৯৪ রানের পুঁজি পায় অগ্রণী ব্যাংক। শাইনপুকুরের হয়ে আলী মোহাম্মদ ওয়ালিদ ও রায়ান রাফসান দুটি করে উইকেট পেয়েছেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball