১৬২.৫০ স্ট্রাইক রেটে নাইমের অপরাজিত ১০৪, জিতল প্রাইম ব্যাংক

ছবি: সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়ের নায়ক নাইম শেখ, ক্রিকফ্রেঞ্জি

নাইমের অপরাজিত ১০৪ রানের ইনিংসের সঙ্গে সাব্বির হোসেনের ৪৭ রানের ইনিংসে ৯ উইকেটের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শাইনপুকুরের দেয়া ১৬০ রানের লক্ষ্য নাইমরা পেরিয়ে গেছেন ২৯.৫ ওভার বাকি থাকতেই। প্রাইম ব্যাংকের টানা দুই জয়ের বিপরীতে নিজেদের সবশেষ ছয় ম্যাচের সবকটিতে হেরেছে শাইনপুুকুর। মাত্র ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের তলানিতে।
ইনিংস লম্বা করার চেষ্টাতেই সফল নাইম
৬ ঘন্টা আগে
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে জয়ের জন্য ১৬০ রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারে শাহীন আলমকে দুই চার মেরে শুরু করেছিলেন নাইম। পরের সাত ওভারে প্রাইম ব্যাংকের দুই ওপেনার মিলে মারতে পেরেছেন মাত্র তিনটা চার। তবে ইনিংসের নবম ওভারে শরিফুল ইসলামের ওভারে তিন চার মেরেছেন নাইম। পরের ওভারে দুই ছক্কা ও দুই চারে এনেছেন ২১ রান। শুরুতে দেখেশুনে খেলা নাইম, সাব্বিররা হঠাৎই আক্রমণাত্বক হয়ে ওঠেন।
দারুণ ব্যাটিংয়ে ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন নাইম। তবে পঞ্চাশ ছোঁয়ার আগে ফিরেছেন সাব্বির। ৪৭ রান করা ডানহাতি ওপেনারকে ফিরিয়ে তাদের দুজনের ১২০ রানের জুটি ভাঙেন শাহীন। তবে ঝড়ো ব্যাটিংয়ে ৬৩ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাইম। ডিপিএলের চলমান মৌসুমে বাঁহাতি ওপেনারের এটি দ্বিতীয় সেঞ্চুরি। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৪ রানে। তাকে সঙ্গ দেয়া শাহাদাত হোসেন দিপু ৯ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়েছেন নিয়ন জামান। একটু পর ফিরেছেন রানা শেখ ও শিহাব জেমসও। ৩২ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন শাহরিয়ার সাকিব ও ফারজান আহমেদ। তারা দুজনে মিলে যোগ করেন ৩৮ রান। শাহরিয়ারকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন।
দল না জিতলে সেঞ্চুরি মূল্যহীন: সোহান
৫ ঘন্টা আগে
ডানহাতি লেগ স্পিনারের বলে উইকেটের পেছনে ইরফানের হাতে ক্যাচ দিয়েছেন ৫৯ বলে ২৯ রান করা শাহরিয়ার। এরপর রায়ান রাফসান রহমানের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা রায়ান প্রাইম ব্যাংকের বিপক্ষে ফিরেছেন ২৭ রানে। একটু পর আউট হয়েছেন ৩৮ রান করা ফারজান। শেষের দিকে শরিফুল ২২ রান করা দেড়শ পার করে। শাইনপুকুরকে ১৫৯ রানে আটকে দেয়ার দিনে প্রাইম ব্যাংকের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শফিকুল ও নাজমুল অপু।
সংক্ষিপ্ত স্কোর-
শাইনপুকুর ক্রিকেট ক্লাব- ১৫৯/১০ (৪৮.৪ ওভার) (ফারজান ৩৮, শাহরিয়ার ২৯, রাফসান ২৭; শফিকুল ৩/২১, নাজমুল অপু ৩/২২)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- ১৬২/১ (২০.১ ওভার) (নাইম ১০৪*, সাব্বির ৪৭, দিপু ৯*; শাহীন ১/৪৫)