promotional_ad

গাজী ক্রিকেটার্সকে হারিয়ে আবাহনীর সাতে ছয়

আবাহনীর জয়ে ৭৬ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন, ক্রিকফ্রেঞ্জি
পারভেজ হোসেন ইমন ও জিসান আলমকে হারালেও আবাহনীকে পথ হারাতে দেননি মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত। তাদের দুজনের শত রানের জুটিতে ২ উইকেট হারানো আবাহনীর রান ১৪৭। দুইশ রানের লক্ষ্য তাড়ায় বর্তমান চ্যাম্পিয়নদের এমন ম্যাচ হারার খুব বেশি সুযোগ নেই বললেই চলে। তবে মিঠুন, শান্তদের বিদায়ে হঠাৎই ছন্দ হারায় আবাহনী।

promotional_ad

মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হকরা খানিকটা টেনে নিয়ে গেলেও ম্যাচ শেষ করে ফিরতে পারেননি। তাদের দুজনের পর এসএম মেহেরব, রাকিবুল হাসানরাও ফিরেছেন দ্রুতই। তবে এক ওভার বাকি থাকতেই ২ উইকেটে জয় নিশ্চিত হয় তাদের। মিঠুনের পাশাপাশি বল হাতে ৪ উইকেট ও ব্যাটিংয়ে ২৪ রান করে আবাহনীর জয়ের নায়ক মুমিনুল। গাজী ক্রিকেটার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও পোক্ত করলো আবাহনী। ডিপিএলের প্রথম সাত রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়নদের এটি ষষ্ঠ জয়।


আরো পড়ুন

সেঞ্চুরির পর শান্তর স্বস্তি

১৮ মার্চ ২৫
সেঞ্চুরির পর শান্ত, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে ২০০ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় গাজী ক্রিকেটার্স। লিয়ন ইসলামের লাফিয়ে ওঠা ডেলিভারিতে লিডিং এজ হয়ে বোলারের হাতে ক্যাচ দিয়েছেন জিসান আলম। তরুণ এই ওপেনার ফিরেছেন ১০ রানে। পরের ওভারে আউট হয়েছেন পারভেজ ইমনও। শেখ পারভেজ জীবনের বলে ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টায় ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন। 


ছন্দে থাকা পারভেজ ইমন ফিরেছেন ৬ রানে। দুই ওভারে দুই উইকেট হারানোর পর আবাহনীকে টেনে তোলেন শান্ত ও মিঠুন। তাদের দুজনের ব্যাটে এগিয়ে যেতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। দারুণ ব্যাটিংয়ে ৫১ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন মিঠুন। সেঞ্চুরির পথে হাঁটলেও ৭৭ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফিরতে হয় তাকে। আবু হাশিমের একই ওভারে আউট হয়েছেন শান্তও। বাঁহাতি ব্যাটার ফিরেছেন ৬৩ বলে ৪৩ রানে। 


হঠাৎ দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী। যদিও প্রাথমিকভাবে সেটা সামাল দিয়েছেন মোসাদ্দেক ও মুমিনুল। তবে তাদের ‍দুজনের কেউই ম্যাচ শেষ করে ফিরতে পারেননি। মোসাদ্দেক ১৮ ও মুমিনুল আউট হয়েছেন ২৪ রানে। শেষের দিকে মৃত্যুঞ্জয়কে সঙ্গে নিয়ে আবাহনীর জয় নিশ্চিত মাঠ ছেড়েছেন মাহফুজুর রহমান রাব্বি। গাজী ক্রিকেটার্সের হয়ে পারভেজ জীবন তিনটি উইকেট নিয়েছেন। লিয়ন ও হাশিম দুটি করে উইকেট পেয়েছেন। 



promotional_ad

এর আগে সকাল থেকেই মেঘলা ছিল বিকেএসপির আকাশ। সকালের শুরুতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় প্রায় দুই ঘণ্টা দেরিতে শুরু হয় আবাহনী  ও গাজী ক্রিকেটার্সের খেলা।  উইকেট থেকে বাড়তি সুবিধা নিতেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক শান্ত। ৩৬ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন বিজয় ও সাদিকুর রহমান। যদিও তাদের দুজনের জুটি দীর্ঘস্থায়ী হতে দেননি মোসাদ্দেক। 


আরো পড়ুন

দল না জিতলে সেঞ্চুরি মূল্যহীন: সোহান

৫ ঘন্টা আগে
সেঞ্চুরির পর সোহান, ক্রিকফ্রেঞ্জি

ডানহাতি অফ স্পিনারের লেংথ ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ১৬ রান করা সাদিকুর। একটু পর ফিরেছেন শোভন মোড়লও। মোসাদ্দেকের বলে পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। গাজী তাহজিবুল ইসলাম আউট হয়েছেন দ্রুতই। গাজী ক্রিকেটার্সের উইকেটকিপার ব্যাটারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন  মাহফুজুর রহমান রাব্বি। শামসুর রহমান শুভকেও টিকতে দেননি বাঁহাতি এই স্পিনার। 


বাকিদের আসা-যাওয়ার মিছিলে হাফ সেঞ্চুরি পেয়েছেন বিজয়। শুরুতে আক্রমণাত্বক ব্যাটিং করলেও পরবর্তীতে উইকেটে সময় নিয়েছেন তিনি। ৬৫ বল খেলে পেয়েছেন সেঞ্চুরি। ডিপিএলের সবশেষ পাঁচ ম্যাচের চারটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন গাজী ক্রিকেটার্সের অধিনায়ক। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে থাকলেও বিজয়কে ফিরিয়ে জুটি ভাঙেন মুমিনুল হক। বাঁহাতি স্পিনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে মেহেরবকে ক্যাচ দিয়েছেন। 


দারুণ ছন্দে থাকা ডানহাতি উইকেটকিপার ব্যাটার ফিরেছেন ৬৮ রানের ইনিংস খেলে। বিজয়কে ফেরানোর পর বাকিদের চেপে ধরেন মুমিনুল ও রাকিবুল হাসান। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে ৩৮ রানে ৪ উইকেট নিয়েছেন মুমিনুল। আবাহনীর স্পিনারদের দাপুটে বোলিংয়ের মাঝেই ওয়াসি সিদ্দিকী ৪২ ও আব্দুল গাফফার ২৭ রান করেছেন। তাদের দুজনের ব্যাটেই শেষ পর্যন্ত ১৯৯ রান তোলে গাজী ক্রিকেটার্স। মুমিনুলের চার উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক, মাহফুজুর ও রাকিবুল।



সংক্ষিপ্ত স্কোর-


গাজী ক্রিকেটার্স- ১৯৯/১০ (৩৫.১ ওভার) (বিজয় ৬৮, ওয়াসি ৪২, গাফফার ২৭; মুমিনুল ৪/৩৮, মোসাদ্দেক ২/১৮, মাহফুজুর ২/২৪)


আবাহনী লিমিটেড- ২০০/৮ (৩৫ ওভার) (মিঠুন ৭৬, শান্ত ৪৩, মুমিনুল ২৪, মোসাদ্দেক ১৮; পারভেজ জীবন ৩/৪৬, হাশিম ২/৩০, লিয়ন ২/৪৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball