‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’, মুশফিক প্রসঙ্গে জাকের
সাদা পোশাকে বাংলাদেশের হয়ে বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই মুশফিকুর রহিম। ঠিক সময়ে নিয়মিত অনুশীলন সারলেও মাঠে রান পাচ্ছেন না এই ব্যাটার। দুর্দিনে তার পাশে এসে দাঁড়িয়েছেন টেস্ট দলের ইনফর্ম উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দ্রুতই মুশফিক হারানো ছন্দে ফিরবেন বলে প্রত্যাশা জাকেরের।