promotional_ad

‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’, মুশফিক প্রসঙ্গে জাকের

গণমাধ্যমে কথা বলছেন জাকের আলী অনিক, ক্রিকফ্রেঞ্জি
সাদা পোশাকে বাংলাদেশের হয়ে বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই মুশফিকুর রহিম। ঠিক সময়ে নিয়মিত অনুশীলন সারলেও মাঠে রান পাচ্ছেন না এই ব্যাটার। দুর্দিনে তার পাশে এসে দাঁড়িয়েছেন টেস্ট দলের ইনফর্ম উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দ্রুতই মুশফিক হারানো ছন্দে ফিরবেন বলে প্রত্যাশা জাকেরের।

promotional_ad

শেষ ১২ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই মুশফিকের। এর মধ্যে চার ইনিংস পৌঁছাতে পারেননি দুই অঙ্কেই। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের অফফর্ম নিয়ে তাই আলোচনা চলছেই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর আলোচনা পরিণত হয়েছে চূড়ান্ত সমালোচনায়।


আরো পড়ুন

বৃষ্টির দিনে শান্তর হাফ সেঞ্চুরি, ১১২ রানে এগিয়ে বাংলাদেশ

২২ এপ্রিল ২৫
নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিক মিলে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন, ক্রিকফ্রেঞ্জি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। ওনারই যে রান করতে হবে…রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’


promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৭৩ রান করলে ৮২ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সম্ভাবনা জাগিয়েও সংগ্রহটা আড়াই শর বেশি করা যায়নি। দুই ইনিংসেই মুশফিক করেন চার রান।


আরো পড়ুন

তবুও মুশফিককে নিয়ে চিন্তিত নন মুমিনুল

২২ এপ্রিল ২৫
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি

তবে বাকিদের ফর্মও আশাব্যাঞ্জক কিছু ছিল না। জাকের সবাইকেই দায়িত্ব নিতে বলছেন। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন জাকের। সে দিন অষ্টম উইকেটে ৯১ বলে ৩৫ রানের জুটিতে তাকে সঙ্গ দিয়েছিলেন হাসান মাহমুদ। ৫৮ বলে ১২ রান করেন তিনি।


হাসানের উদাহরণ টেনে জাকের বলেন, ‘ব্যাটসম্যান যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে করতে হবে।’


‘শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball