promotional_ad

দুটো ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে অভিনয় করানোর কোনো অধিকার নেই কারো: তামিম

সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে ফিক্সিংয়ের সন্দেহ তৈরি হয়েছিল একটি ম্যাচকে ঘিরে। গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের ম্যাচকে ঘিরে ওঠা সেই সন্দেহের ম্যাচটি নিয়ে তদন্ত চলছে বিসিবির। ঘটনাটি গত ০৯ এপ্রিলের। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচে শাইনপুকুরের দুটি আউট জন্ম দেয় সন্দেহের।

promotional_ad

গত ১০ এপ্রিল তদন্তের অংশ হিসেবে মিরপুরে ডাকা হয় শাইনপুকুরের দুই ক্রিকেটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বিরকে। এই দুজন স্টেডিয়ামের একাডেমি মাঠে উপস্থিত হয়ে বিসিবি কর্মকর্তাদের সামনে বিতর্কিত স্টাম্পিংয়ের সেই ঘটনা পুনরায় মঞ্চায়ন করে দেখান। উইকেটের দুই পাশে দুটি ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন মিডিয়া কর্মীরাও।


আরো পড়ুন

৩ মাস পর ক্রিকেটে ফিরবেন তামিম

২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন মিডিয়ার সামনে এই দুই ক্রিকেটারেকে দিয়ে অভিনয় করানোর কোনো অধিকার নেই কারো। এই বিষয়টি নিয়ে ক্রিকেটাররা খুশি ছিলেন না। শুক্রবার তাওহীদ হৃদয়ের শাস্তির ব্যাপারটির সঙ্গে এই বিষয়গুলো নিয়েও বোর্ডের সঙ্গে কথা হয়েছে তামিমসহ বাকি ক্রিকেটারদের।


promotional_ad

সংবাদ সম্মেলন শেষে তামিম বলেছেন, 'কিছুদিন আগে আপনারা দেখেছেন গুলশান আর শাইপুকুরের ম্যাচে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা বোর্ডকে খুব স্পষ্টভাবে বলেছি যে দেখুন যদি সেখানে কোনো দুর্নীতি হয় বা কোনো ক্রিকেটার কোনো ভুল কিছু করলে আমরা সবাই চাই শাস্তি হোক। আমরা শতভাগ এটার সঙ্গে একমত। কিন্তু আপনার কোনো অধিকার নেই এই দুটো ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে অভিনয় করাবেন। এটা বিশ্বে এন্টি করাপশন বা কোনো জায়গায় এমন নিয়ম নেই এই দুটো ছেলেকে বেইজ্জত করবেন মিডিয়ার সামনে একই জিনিস করিয়ে। এটা ক্রিকেটারদের প্রতি অপমান। আমরা এটা নিয়ে এক ফোটাও হ্যাপি ছিলাম না।'


আরো পড়ুন

নিহাদের লড়াইয়ের পরও গুলশানের হার, শিরোপার আরও কাছে আবাহনী

২০ এপ্রিল ২৫
আবাহনীর জার্সিতে পারভেজ হোসেন ইমন, আবাহনী

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ফিক্সিং নিয়ে শুরু হয় আলোচনা। বেশ কয়েকটি দলের কার্যক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম রিপোর্ট করে। সেখানে বিসিবির সূত্র দিয়ে ফিক্সিংয়ে জড়িত থাকা বিভিন্ন ক্রিকেটারের নাম জুড়ে দেয়া হয়। যদিও পূর্ণ তদন্তের আগে কাউকেই দোষী সাব্যস্ত করার সুযোগ নেই। এমন সংবাদের কারণে অনেক ক্রিকেটারই বিব্রত হয়েছেন। এর মধ্যে এনামুল হক বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করে সবাইকে এই বিষয়ে খোলাসা করেছিলেন।


এই বিষয়টিও গুরুত্ব পেয়েছে ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির সভায়। তামিম স্পষ্টভাবে জানিয়েছেন ক্রিকেটাররা দোষী হলে তাদের শাস্তি চান তারা। তবে এর মধ্যে অনেকে দোষী নাও হতে পারেন। তাই কোনো তদন্তের আগে ক্রিকেটারদের নাম প্রকাশ অপমানজনক উল্লেখ্য করেছেন তামিম।


তিনি যোগ করেন, 'এর আগে বিপিএলেও একই জিনিস। দশজনের নাম লিক হয়েছে। বিসিবি থেকে দশজনের ছবি দিয়েছে বিভিন্ন মিডিয়াতে। ওইখান থেকে যদি কোনো ক্রিকেটার দোষী হয় তাহলে আমরা সব ক্রিকেটার চাই তার শাস্তি হোক। যতটুকু শাস্তি সম্ভব দেয়া হোক। যদি ওইখান থেক দুজন নির্দোষ বা আটজন নির্দোষ, নামগুলো লিক করে দেয়া পাবলিকলি এটা ক্রিকেটারদের জন্য অপমানজনক। এগুলো নিয়ে আমরা চিন্তায় ছিলাম। ক্রিকেটারদের এভাবে ট্রিট করতে থাকলে ভালো কিছু হবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball