আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দলে রাখা হয়েছে। মূলত তাসকিন আহমেদ স্কোয়াডে না থাকায় সুযোগ মিলেছে তাঁর। বর্তমান নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে আবুধাবি টি-টেন খেলছেন তাসকিন। আগামী মাসে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ইন্টারন্যাশাল লিগ টি-টোয়েন্টি খেলতে আবারও সংযুক্ত আরব আমিরাতে যাবেন ডানহাতি এই পেসার। ওই টুর্নামেন্ট শেষে বিপিএল ও বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকতে হবে তাকে।
এমন অবস্থায় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভাবনা থেকে তাসকিনকে আয়ারল্যান্ড সিরিজে রাখেননি নির্বাচকরা। সবশেষ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। সবশেষ কয়েক সিরিজে ভালো করতে না পারায় দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শামীমের ব্যাটিং নিয়ে সমালোচনা করেছিলেন লিটন। মিডল অর্ডারে অবশ্য জায়গায় দেয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে খুলনা টাইগার্সের হয়ে ১৭৪.৫৮ স্ট্রাইক রেটে ১৪ ম্যাচে ৩১৬ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। গত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে অবশ্য ৬ ম্যাচে ১১৮ রান করেছিলেন ১১৬.৮৩ স্ট্রাইক রেটে। চলমান রাইজিং স্টার্স এশিয়া কাপেও ব্যাট হাতে এখনো জ্বলে উঠতে পারেননি তিনি। এখনো পর্যন্ত সব ধরনের টি-টোয়েন্টিতে ৮৩ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে ১২৯.৫৫ স্ট্রাইক রেটে ১ হাজার ১১৮ রান করেছেন।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গোঁড়ালির চোটে পড়েছিলেন নুরুল হাসান সোহান। কয়েক সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষে চোট মুক্ত হয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। ফলে অনুমেয়ভাবেই টি-টোয়েন্টি দলে আছেন তিনি। সোহানের মতো চোট কাটিয়ে উঠেছেন শরিফুল ইসলাম। ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়লেও সেটা থেকে সেরে ওঠায় আয়ারল্যান্ড সিরিজের দলে আছেন বাঁহাতি এই পেসার।
আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। বাকি দুই ম্যাচ হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। তিনটা ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬ টা নাগাদ।
প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড— লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।