
পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে
শনিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাউন্ডারির ধারে একটি ডাইভ দিয়ে বল থামানোর চেষ্টায় ঊরুর চোটে পড়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
শনিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাউন্ডারির ধারে একটি ডাইভ দিয়ে বল থামানোর চেষ্টায় ঊরুর চোটে পড়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
টানা অফ ফর্মের জন্য লিটন দাসের বাদ পড়াটা অনুমেয়ই ছিল। ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিসদের সামলাতে একাদশে বাঁহাতি ব্যাটার বাড়ানোর পরিকল্পনাও ছিল টিম ম্যানেজমেন্টের। ব্যাটে-বলে মিলে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগটা মেলে শামীম হোসেন পাটোয়ারির। লিটনের জায়গায় খেলতে নামায় স্বাভাবিকভাবেই বাড়তি চাপ ছিল বাঁহাতি ব্যাটারের উপর।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশের নাটকীয় জয় পেতে দারুণ অবদান রেখেছেন তানভির ইসলাম।
চলতি বছরের শুরুতে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরেই ছিল বাংলাদেশ। তবে বাৎসরিক হালনাগাদে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে যান নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে পাওয়া জয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে টাইগাররা।
ইনিংসের ৩৯তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন তানভির ইসলাম। তার করা তৃতীয় বলটি ডিফেন্স করতে চেয়েছিলেন মাহিশ থিকশানা। তবে বল ব্যাটের কানায় লেগে চলে যায় মিড উইকেটের দিকে। সেখানে সহজ ক্যাচ নেন বদলি ফিল্ডার রিশাদ হোসেন। আর তাতেই ৫ উইকেট পেয়ে যান বাংলাদেশের এই স্পিনার।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন সীমিতি ওভারের সিরিজটি পিছিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটে-বলে পারফর্ম করায় ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিলেও বিশ্বকাপের জন্য তাকে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল। ১৫ জনের স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ডবাই তালিকাতেও ছিল না সাইফউদ্দিনের নাম। পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন তানজিম হাসান সাকিব।
২০২৩ বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের ওয়ানডে দলে নেই সাকিব আল হাসান। বিশ্বকাপের আগের অবসর নেয়া তামিম ইকবালও নেই আন্তর্জাতিক ক্রিকেটে। মাশরাফি বিন মুর্তজা অবসর না নিলেও ২০১৯ বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ছেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমও। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা পাঁচের কেউই নেই জাতীয় দলের দোরগোড়ায়।
২০২৪ সালের মার্চে চট্টগ্রামে হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উইকেটশূন্য ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে পরের দুই ওয়ানডেতে লঙ্কান লেগ স্পিনার শিকার করেছিলেন ৬ উইকেট। একদিন আগেই কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশের চার ব্যাটারকে ফিরিয়েছেন কোন কিছু বুঝে ওঠার আগেই। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ তিন ওয়ানডেতে একাই ১০ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। পরের ম্যাচেও সফরকারীদের গলার কাঁটা হয়ে উঠতে পারেন তারকা এই লেগ স্পিনার। হাসারাঙ্গাকে সামলাতে বাঁহাতি ব্যাটারদের বেশি বল খেলার পরামর্শ পেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে এই ম্যাচে তানজিদ হাসান তামিম এবং জাকের আলী অনিক ছাড়া কোনো ব্যাটারই পারফর্ম করতে পারেননি। যদিও আত্মতুষ্টিতে ভুগছেন না তানজিদ। গত ম্যাচ শেষ করে না আসার আফসোসে পুড়ছেন তিনি।
অবিশ্বাস্য ব্যাটিং ধসে প্রথম ওয়ানডেতে ৭৭ রান হেরেছে বাংলাদেশ। একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে সফরকারীরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ডাগ আউটে পাওয়া যাবে না ফিল সিমন্সকে। মেডিকেল সংক্রান্ত কাজে দুইদিনের জন্য লন্ডন যাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ।
ভারতের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দুই বোর্ডের বর্তমান অবস্থান থেকে ধারণা করা যাচ্ছে, আগস্টে সিরিজটি আর হচ্ছে না। আগামী সপ্তাহেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।