পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে মোটে করেছেন ১৭ রান। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচ জেতানো ২৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। লিটন অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসায় দারুণ আনন্দিত বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে লিটনের প্রশংসা করে এই কোচ বলেন, 'একজন ব্যাটসম্যান হিসেবে আমি বলব, লিটন অপরাজিত থাকায় আমি বেশি খুশি। আমরা অনেক সময় দেখি, অনেকে খেলা ধরে রাখলেও শেষ করতে পারে না। কিন্তু সে খেলা শেষ করেছে, নিজের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলেছে। এটা আমার কাছে অনেক আনন্দের বিষয়। লিটনের শট প্লেসমেন্টও শেষ ম্যাচে দারুণ ছিল।'
সিলেটের উইকেট বাংলাদেশের বাকি উইকেটগুলোর চেয়ে অনেকটাই আলাদা। আগেরদিন সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ সিলেটের উইকেটকে দেশের সবচেয়ে ভালো উইকেট আখ্যা দিয়েছেন। সালাহউদ্দিন মনে করেন লিটন কন্ডিশন অনুযায়ী যেভাবে খেলা উচিত সেভাবেই খেলেছেন। লিটন এভাবে খেলতে থাকলে দল আরও উপকৃত হবে বলে ধারণা এই কোচের।
তিনি বলেন, 'কন্ডিশন অনুযায়ী কীভাবে ব্যাট করতে হয়, সেটাও সে দেখিয়েছে। সামনে আরও ম্যাচ আছে। তার ব্যাটিংয়ে যদি আরও উন্নতি আসে, পরিপক্বতা আরও বাড়ে এবং সে যদি এভাবে অপরাজিত থাকতে পারে, তাহলে দিন শেষে দলকে অনেক বড় সুবিধা দেবে। আমি আশা করি, ভবিষ্যতে সে আরও ধারাবাহিক হবে।'
এই মুহূর্তে লিটনের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংখ্যা ২ হাজার ৩৪৬। রানের হিসেবে তিনি দেশের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ২ হাজার ৫৫১ নিয়ে সবার উপরে সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদের রান ২ হাজার ৪৪৪। সুতরাং লিটনের সামনে সুযোগ আছে তাদের সবাইকে ছাপিয়ে যাবারও।