সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানেই প্রথম উইকেট যায় বাংলাদেশের। পারভেজ হোসেন ইমন ১৫ রান করে ফিরে গেলে উইকেটে আসেন লিটন। বাহারি সব শটের পশরা সাজিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
বাংলাদেশের অধিনায়ক এ দিন করেন ২৯ বলে ৫৪ রান। ইনিংসে ছিল দৃষ্টিনন্দন ছয়টি চার ও দুটি ছক্কার মার। তার সঙ্গে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করেন ২৪ বলে ২৯ রান। সাইফ হাসান দল জেতান ১৯ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৩৬ রান করে।
তার ইনিংসটি মাঠে বেশ কাছ থেকে দেখেছেন ক্রোস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভালো খেলতে হলে লিটনের মতোই ইনিংস সাজাতে হবে বলে মনে করছেন এই ডাচ ব্যাটার।
রবিবার গণমাধ্যমকে তিনি বলেন, 'লিটনের ইনিংস সরাসরি দেখাটা দারুণ অভিজ্ঞতা ছিল। এটা ছিল উচ্চমানের ইনিংস। আমি বলেছি, সে এমন কিছু শট খেলেছে যেগুলো ছিল খুবই নিরাপদ কিন্তু কার্যকর। তার ব্যাটিং এতটাই সহজ মনে হয়েছে কারণ সে ঝুঁকিহীন অপশন নিয়েছে।'
'সে আমাদের বোলারদের ওপর চাপ ফিরিয়ে দিয়েছে, কিন্তু সেটা করেছে দারুণ ক্রিকেট শটের মাধ্যমে। এটা আমাদের জন্য শেখার একটা টেমপ্লেটও দিয়েছে— এই কন্ডিশনে কীভাবে খেলতে হয়। তাই এটা ছিল খুবই প্রভাবশালী।'