স্টোকসের সাক্ষাৎ চান তামিম, ঘুরে দেখতে চান লর্ডস

বাংলাদেশ
স্টোকসের সাক্ষাৎ চান তামিম, ঘুরে দেখতে চান লর্ডস
আজিজুল হাকিম তামিম, গণমাধ্যমের সঙ্গে আলাপকালে
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে রোববার রাতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন এই সফরটি প্রায় আড়াই সপ্তাহের। তবে যুবাদের জন্য আক্ষেপ হতে পারে ইংল্যান্ডে গেলেও ঐতিহাসিক ভেন্যু লর্ডসে খেলার সুযোগ হচ্ছে না তাদের।

খেলার সুযোগ না হলেও ক্রিকেটের এই ঐতিহাসিক মাঠটি ঘুরে দেখতে চান বাংলাদেশের যুব ক্রিকেটাররা। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

এ ছাড়া ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের সঙ্গেও দেখা করার ইচ্ছে আছে তার। বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে স্টোকসের খেলাই পছন্দ বাংলাদেশ দলের অধিনায়কের।

তামিম বলেছেন, 'অবশ্যই প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে লর্ডসে খেলার। ওইভাবে যদি সুযোগ থাকে, আমরা লর্ডসে যাব। আর ইংল্যান্ডের অনেক ক্রিকেটার আছে আমার পছন্দের। তবে অবশ্যই বেন স্টোকসের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে।'

আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। মূলত এই বিশ্ব আসরের প্রস্তুতি নিতেই এই সিরিজটি খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের পর আন্তর্জাতিক আর কোনো সিরিজ নেই বাংলাদেশের।

এই সিরিজের গুরুত্ব জানিয়ে তামিম বলেন, 'ইংল্যান্ডে খেলে আমরা অনেক অভিজ্ঞতা পাবো। এখন হয়তো বিশ্বকাপের খেলা নেই সেখানে। তবে সামনে ইনশাআল্লাহ্‌ আমরা এইচপি বা অন্য কিছুতে খেলতে আমরা যেতে পারি। তখন অভিজ্ঞতাটা কাজে লাগবে।'

আরো পড়ুন: আজিজুল হাকিম তামিম