৮ বিশ্বকাপজয়ী হিলির অবসরের ঘোষণা

অস্ট্রেলিয়া ক্রিকেট
অ্যালিসা হিলি, ফাইল ফটো
অ্যালিসা হিলি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ট্রিপল এম ক্রিকেটের ‘উইলো টক’ পডকাস্টে নিয়মিত আলোচক হিসেবে থাকেন অ্যালিসা হিলি। এবারের পর্বের শুরুটা ছিল একটু ভিন্ন। উপস্থাপকরা ইঙ্গিত দিতেই অস্ট্রেলিয়ান অধিনায়ক জানালেন, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি।

আগামী ফেব্রুয়ারি–মার্চে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখবেন হিলি। ওয়ানডে সিরিজ খেলার পর পার্থে দিন-রাতের টেস্ট ম্যাচটি হবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যাবে না, যাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে নতুন করে গুছিয়ে নেয়ার সুযোগ দেওয়া যায়।

অবসর ঘোষণার পেছনের ভাবনাগুলো ব্যাখ্যা করতে গিয়ে হিলি বলেন, 'অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। গত কয়েক বছর মানসিকভাবে অনেকটাই শুষে নিয়েছিল যে কোনো কিছুর চেয়ে।'

চোটের সঙ্গে লড়াই করাও তার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছিল বলে জানান তিনি। নিজের মানসিকতা নিয়েও খোলামেলা কথা বলেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তার ভাষায়, 'মাঠে আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতামূলক থাকতে চাই, জিততে চাই, নিজেকে চ্যালেঞ্জ করতে চাই।'

অস্ট্রেলিয়ার হয়ে ১০ টেস্ট, ১২৩ ওয়ানডে ও ১৬২ টি-টোয়েন্টি খেলেছেন হিলি। জিতেছেন ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপ। উইকেটরক্ষক ও ব্যাটার হিসেবে গড়েছেন অসংখ্য রেকর্ড, জিতেছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারও দুইবার।

বিদায়ের সময় ও মঞ্চ বেছে নেওয়ার প্রসঙ্গে হিলি বলেন, 'ইংল্যান্ডে বিশ্বকাপ খেলে বিদায় নেওয়ার কথাও মাথায় এসেছিল।'

শেষ পর্যন্ত পরিবারের সামনে, ঘরের মাঠে দলকে নেতৃত্ব দিয়েই বিদায় নেওয়াকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন তিনি। আগ্রাসী ব্যাটিং আর নেতৃত্বগুণে নারী ক্রিকেটে নিজের আলাদা ছাপ রেখে বিদায় নিচ্ছেন হিলি।

আরো পড়ুন: