প্রথমে হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ড সিরিজের শুরু থেকেই ছিটকে যান হ্যাজেলউড। পুনর্বাসনের সময় দেখা দেয় অ্যাকিলিসের সমস্যাও। এসব কারণে তিনি বিগ ব্যাশ লিগের শেষ অংশে বা জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারছেন না। তবে বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য ঠিক করে রেখেছেন তিনি।
নিজের বর্তমান অবস্থা নিয়ে আত্মবিশ্বাসী হ্যাজেলউড। তিনি বলেন, 'সবকিছু পরিকল্পনামাফিকই চলছে। টেস্ট ম্যাচগুলো খেলতে না পারায় আমরা বাড়তি কয়েক সপ্তাহ সময় নিয়েছি। গত সপ্তাহে হাফ রান-আপ থেকে কিছু বল করেছি। দৌড়ানো ভালো যাচ্ছে, শক্তির কাজগুলোও ঠিকঠাক হচ্ছে। সব মিলিয়ে আমি ট্র্যাকে আছি।'
সূচির দিক থেকেও কিছুটা স্বস্তিতে আছেন অস্ট্রেলিয়ার এই পেসার। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে। নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি আগেই জানিয়েছেন, প্রয়োজনে হ্যাজেলউডকে কিছুটা সময় দেয়া হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে চোট যেন হ্যাজেলউডের পিছু ছাড়ছে না। ২০২০-২১ মৌসুমের পর থেকে মাত্র একবারই তিনি পুরো গ্রীষ্ম মৌসুমে চোটমুক্ত থাকতে পেরেছেন। নিজের চোটের ধরণ নিয়ে বলতে গিয়ে হ্যাজেলউড বলেন, 'কখনো কখনো একটা সমস্যা গেলে আরেকটা সামনে আসে। অ্যাকিলিসটা আসলে আগের কয়েক বছরের একটা বিষয়ই ছিল, যেটা আমি নিয়ন্ত্রণ করে চলছিলাম।'
ভবিষ্যতে চোট এড়াতে ট্রেনিংয়ের ধরনেও কিছু পরিবর্তনের কথা ভাবছেন তিনি। হ্যাজেলউডের ভাষায়, 'জিমের কাজ মোটামুটি একই থাকবে। তবে বোলিং ওয়ার্কলোডের ক্ষেত্রে হয়তো একটু ভিন্নভাবে ভাগ করে নেয়ার চেষ্টা করব। যেমন টানা দুই–তিন দিন বোলিং করে এরপর চার–পাঁচ দিন বিরতি- এভাবে, নিয়মিত একদিন পরপর না করে।'