টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও নেতৃত্ব ছেড়েছেন তিনি। আরভিনের জায়গায় জিম্বাবুয়ের নতুন টেস্ট এবং ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রিচার্ড এনগারাভা। ২০২১ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেট অভিষেক হয় বাঁহাতি পেসারের। এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে ১১ টেস্ট খেলেছেন তিনি।
বাঁহাতি পেস বোলিংয়ে এনগারাভা জিম্বাবুয়ের হয়ে নিয়েছেন ২৫ টেস্ট উইকেট। ২০১৭ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া ২৭ বছর বয়সি এই পেসার খেলেছেন ৫৫ ম্যাচ। তবে এবারই প্রথম জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। টেস্ট এবং ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের হয়ে নিয়মিতই খেলছেন এনগারাভা।
৯০ টি-টোয়েন্টিতে ১০৮ উইকেট নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই সবচেয়ে বেশি উইকেটের মালিক। জাতীয় দলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা আছে বাঁহাতি এই পেসার।
এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) খেলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ব্রায়ান বেনেট। ২২ বছর বয়সি ব্যাটারকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। তবে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের নেতৃত্ব থাকছেন সিকান্দার রাজাই।