
হেলমেটে বলের আঘাত, ম্যাচ থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ের ওপেনার
সাউথ আফ্রিকার পেসার কিউনা মাফাকার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। এর ফলে টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
সাউথ আফ্রিকার পেসার কিউনা মাফাকার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। এর ফলে টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
ম্যাচ জিততে শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ১১ রান। উইকেটে তখন নতুন দুই ব্যাটার ওয়েলিংটন মাসাকাদজা ও টাশিঙ্গা মুসেকিওয়া। শেষ ওভারে রশিদ খান বল তুলে দিলেন আজমতউল্লাহ ওমরজাইয়ের হাতে। তবে জিম্বাবুয়ের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে পারলেন না ডানহাতি এই পেসার। ওমরজাইয়ের অফ স্টাম্পের ফুলার লেংথের প্রথম বলটা স্লটেই পেয়েছিলেন মুসেকিওয়া। সুযোগটা হাত ছাড়া না করে চার মেরে প্রত্যাশিত শুরুই করলেন ডানহাতি ব্যাটার।