নিশাঙ্কার অপরাজিত ৯৮, জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালের আশা রাখল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক
নিশাঙ্কার অপরাজিত ৯৮, জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালের আশা রাখল শ্রীলঙ্কা
পাথুম নিশাঙ্কা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান, আর ব্যক্তিগত সেঞ্চুরির জন্য পাথুম নিশাঙ্কার দরকার ছিল আট রান। রিচার্ড এনগারাভার শর্ট বলে পুল শটে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন তিনি। সেঞ্চুরির কাছে পৌঁছেও থামতে হয়েছে ৯৮ রানে।

নিশাঙ্কার সেঞ্চুরি না পেলেও শ্রীলঙ্কার জন্য দিনটি ছিল সফল। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনালের আশা টিকিয়ে রাখল দলটি।

রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ে ২০ ওভারে করে ১৪৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ২২ বল হাতে রেখে ম্যাচ শেষ করে। চারটি ছক্কা ও ১১টি চারে সাজানো ৫৮ বলে অপরাজিত ৯৮ রান আসে নিশাঙ্কার ব্যাটে।

অসাধারণ ইনিংসে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই। চলতি সিরিজে টানা দুই হারের পর এটি শ্রীলঙ্কার প্রথম জয়। দুই পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে তিনে আছে।

সমান পয়েন্টে নেট রানরেটে এগিয়ে জিম্বাবুয়ে দুইয়ে, আর ছয় পয়েন্ট নিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে শ্রীলঙ্কা উঠবে ফাইনালে। তারা হেরে গেলে সুযোগ পাবে জিম্বাবুয়ে।

আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রানে গুটিয়ে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হেরেছিল। এবার শুরুতে ধীর থাকলেও নিশাঙ্কা দ্রুত ছন্দে ফেরেন। পাঁচ ওভারে টানা বাউন্ডারি, আর মেন্ডিসকে নিয়ে ৬৪ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নিরাপদে নিয়ে যান দলকে।

এর আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে দ্রুত উইকেট হারায়। ব্রায়ান বেনেটের ৩৪ রানের ইনিংস ছাড়া শুরুর দিকে কেউ দাঁড়াতে পারেননি। শেষদিকে সিকান্দার রাজা ও রায়ান বার্লের দুটো ত্রিশোর্ধ ইনিংসে দেড়শর কাছাকাছি যায় দল। শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন দুটি করে উইকেট।

আরো পড়ুন: শ্রীলঙ্কা