প্রশ্নটা তামিমকেই করতে বলছেন মিঠুন

বাংলাদেশ ক্রিকেট
মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, শামীম পাটোয়ারী ও তামিম ইকবাল
মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, শামীম পাটোয়ারী ও তামিম ইকবাল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বছরের শুরুতেই টালমাটাল অবস্থায় পড়ে গিয়েছিল দেশের ক্রিকেট। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি জানালেও তা নিয়ে এখনও শঙ্কা কাটেনি। এর মধ্যেই বিসিবি পরিচালক নাজমুল ইসলামের একটি মন্তব্য ঘিরে সবধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিল কোয়াব।

অবশ্য দিনভর নাটকীয়তার পর মধ্য রাতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন ক্রিকেটাররা। বিসিবি তাদের আশ্বস্ত করেছেন সেই পরিচালকের যথাযথ শাস্তির ব্যাপারে। বিশেষ করে নাজমুল ইসলামকে ইতোমধ্যে বিসিবির সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এই ঘটনাকে ঘিরে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের নাম। মোহাম্মদ মিঠুনের সঙ্গে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নুরুল হাসান সোহান উপস্থিত ছিলেন বৃহস্পতিবার দুপুরে কোয়াবের সংবাদ সম্মেলনে। তবে অনেকেই মনে করেন ক্রিকেটারদের পেছনে থেকে তাদের উসকে দিচ্ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মিঠুন নিজেই। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোয়াব শুধু ক্রিকেটারদের স্বার্থেই কাজ করে। দ্বিতীয় আর কোনো স্বার্থ নেই। আর কোয়াবের বর্তমান কমিটি নির্বচিত হওয়ার আগে ক্রিকেটারদের সংগঠিত করতে বড় ভূমিকা রেখেছিলেন তামিম। তবে এরপর থেকে তিনি আর খুব বেশি জড়িত নন বলে জানিয়েছেন মিঠুন।

এই বিষয়ে প্রশ্ন করা হলে মিঠুন বলেন, 'আমার কাছে মনে হয় কেন এই প্রশ্নটা তামিম ইকবালকে আপনারা করেন না। এই জিনিসটা তামিম ইকবালের সঙ্গে স্পষ্ট করে নিয়েন। তামিম ইকবালের শুধু রোল ছিল যখন আমরা নতুন করে কোয়াব গঠন করি।'

তিনি আরও যোগ করেন, 'ওই সময় (কোয়াব নতুন করে গঠনের) তার (তামিম ইকবাল) একটা রোল ছিল আমি সেটার সঙ্গে একমত। এখন আমি নিশ্চিত করে বলতে পারি। কোয়াবের সিদ্ধান্ত শুধু কোয়াব নেয়। আমাদের কোনো সিদ্ধান্তে কোনো তৃতীয় ব্যক্তির প্রভাব কাজ করে। প্লেয়ারদের স্বার্থ ছাড়া দ্বিতীয় কোনো ইস্যু দেখা হয় না।'

আরো পড়ুন: