বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, বিসিবিকে শরিফুলের সাধুবাদ

বাংলাদেশ ক্রিকেট
শরিফুল ইসলামের ফেসবুক পেজ থেকে নেয়া
শরিফুল ইসলামের ফেসবুক পেজ থেকে নেয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিরাপত্তা ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভারতের সঙ্গে টানাপোড়েনের পর থেকেই এমন সিদ্ধান্তের কথা জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ জানুয়ারি জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষেও পুরনো সিদ্ধান্তেই অনড় থাকে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অভিভাবক বিসিবির এমন সিদ্ধান্তকে সমর্থন দিয়ে সাধুবাদ জানিয়েছেন শরিফুল।

বিজেপির একাংশ ও বেশ কয়েকটি উগ্র ধর্মীয় সংগঠনের তোপের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে বাধ্য হয় বিসিসিআই। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কলকাতা নাইট রাইডার্সও তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেয়। এমন ঘটনার জেরে নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখান থেকেই টানাপোড়েন শুরু।

পরবর্তী সময়ে আইসিসিকে দু’বার চিঠি দিয়ে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে অনুরোধ করে বিসিবি। চিঠি দেয়ার পর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন আইসিসির শীর্ষ কর্মকর্তারা। গত ১৭ জানুয়ারি বাংলাদেশশের সঙ্গে আলোচনা করতে অ্যান্ড্রু এফগ্রেভকে প্রতিনিধি হিসেবে পাঠায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কয়েক ঘণ্টার বৈঠকেও সমাধান আসেনি।

বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে বোর্ড সভার আয়োজন করে আইসিসি। সেখানেও তাদের মন গলাতে পারেননি বুলবুল। পরবর্তীতে ভোটের আয়োজন করা হলে একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। যার ফলে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। সরকারের সঙ্গে আলোচনা করতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ২৪ ঘণ্টা চেয়ে নেয় বিসিবি। সেই সময়ের মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন আসিফ নজরুল।

যদিও সিদ্ধান্ত বদলায়নি বাংলাদেশের। বিসিবির এমন সিদ্ধান্তে সমর্থন দিচ্ছেন শরিফুল। বিপিএল ফাইনাল শেষে বাঁহাতি পেসার বলেন, ‘দেখুন— আমি তো বললামই আমাদের অভিভাবক হচ্ছে বিসিবি। উনারা যেটা সিদ্ধান্ত দিয়েছে অবশ্যই আমরা সেটাকে সাধুবাদ জানাই। এখন আমরা তো জানি না কি হবে না হবে। এটা নিয়ে আর কিছু না বলাই ভালো।’

বিপিএলের পুরো আসলে বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। টুর্নামেন্টের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড এখন তাঁর দখলে। পেছনে ফেলেছেন জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদকে। ২০২৫ বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ২৫ উইকেট নিয়েছিলেন তিনি। বিপিএলের এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়াতো শরিফুলের।

তবে নিরাপত্তা ঝুঁকির কোন পরিবর্তন না হওয়ায় বিসিবি ও সরকারের সিদ্ধান্তে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শরিফুল জানান, বিশ্বকাপে যাওয়া কিংবা না যাওয়া এটা তাদের হাতে নেই। বাঁহাতি পেসার এও জানিয়েছেন, ক্রিকেটাররা সবসময় নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করার চেষ্টা করেন।

শরিফুল বলেন, ‘দেখুন— বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা তো পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। খেলোয়াড়রা আমরা সবাই চিন্তা করি কিভাবে ভালো পারফরম্যান্স করব। চিন্তাটা থাকে সবাই সবার জায়গা থেকে যাতে সেরাটা খেলতে পারে। সেক্ষেত্রে আমিও চেষ্টা করেছি। তামিমও চেষ্টা করেছে, সেও ভালো খেলেছে। পরবর্তীতে বিশ্বকাপে যাওয়া না যাওয়া এটা তো আমাদের হাতে নেই।’

আরো পড়ুন: