আইসিসির কোনো অযৌক্তিক শর্ত মানবো না: আসিফ নজরুল

টি-টোয়েন্টি বিশ্বকাপ
আসিফ নজরুল
আসিফ নজরুল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জটিলতা এখনও কাটেনি। ভারতীয় গণমাধ্যমের মতে বাংলাদেশকে ২১ জানুয়ারির মধ্যে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময় বেধে নিয়েছে আইসিসি। তবে এমন ডেডলাইনের খবর উড়িয়ে দিয়েছে বিসিবি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আইসিসি এমন কোনো তারিখ উল্লেখ্য করেনি।

আইসিসির সঙ্গে বেশ কয়েকবারের আলোচনায় বিসিবি একটিই দাবি রেখেছে। তারা ভারতে খেলতে যাবে না। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছে আইসিসিকে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে বাংলাদেশকে ভারতে খেলতেই চাপে রাখছে আইসিসি।

এবার বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না। বাংলাদেশ কোনোভাবেই ভারতের মাটিতে খেলতে যাবে না তারই বহিঃপ্রকাশ ঘটেছে ক্রীড়া উপদেষ্টার কথায়।

সচিবালয়ে এ প্রসঙ্গে উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, 'উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু বদল করেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক চাপ প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।'

তিনি আরও যোগ করেন, 'আমার জানামতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে যদি আইসিসি ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোন শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানবো না।'

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। তবে এমন সংবাদ উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানিয়েছেন এমন কোনো তথ্য তার কাছে নেই।

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে এসেছিলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ। আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা।

আরো পড়ুন: