দিলারা আক্তার ৮ বলে ১৭ রান করে ফেরার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সুপ্তা। বাংলাদেশকে টেনে নেয়ার পাশাপাশি ৩২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি ব্যাটার। আউট হওয়ার আগে ৮ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন তিনি। সুপ্তার ওমন ব্যাটিংয়েই ৫ উইকেটে ১৫৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।
জাতীয় দলের হয়ে প্রথম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরিতে আইসিসির টি-টোয়েন্টি নারী ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন সুপ্তা। ৪৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ৫৭ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুইয়ে আছেন ৩০ বছর বয়সি সুপ্তা। তাঁর উপরে আছেন কেবল নিগার সুলতানা জ্যোতি।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ বলে মাত্র ২ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। এমন পারফরম্যান্সে এক ধাপ পিছিয়েছেন তিনি। ৬০৩ রেটিং পয়েন্ট নিয়ে জ্যোতি আছেন ১৮ নম্বরে। এক ধাপ করে পিছিয়ে গেছেন সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন। যথাক্রমে তারা দুজনে আছেন ৬৩ ও ৬৪ নম্বরে।
২৪ রানে ৪ উইকেট নেয়ার পরও টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছেন নাহিদা। ৫৭০ রেটিং পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে আছেন বাঁহাতি এই স্পিনার। বাকিদের সবাই পিছিয়ে গেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন রাবেয়া খান। দুই ধাপ পিছিয়ে ডানহাতি লেগ স্পিনার নেমে গেছেন ১৫ নম্বরে।
দুই ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে নেমে গেছেন ফাহিমা খাতুন। সবচেয়ে বেশি ৭ ধাপ অবনতি হওয়া সানজিদা আক্তার মেঘলা আছেন ৬০ নম্বরে। সুলাতানা খাতুন পিছিয়ে গেছেন এক ধাপ। যৌথভাবে ৮২ নম্বরে আছেন বাংলাদেশের স্পিনার। আগের মতোই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন বেথ মুনি। বোলিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।