বিশ্বকাপ নিয়ে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ যদি শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বিকল্প দল হিসেবে বেছে নেয়া হতে পারে স্কটল্যান্ডকে। তবে এসব নিয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনো কোনো আলোচনা করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্ট।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে বিসিবি। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার পরামর্শে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জবাব দিলেও সেটা প্রত্যাশা মতো না হওয়ায় আরেক দফায় তাদেরকে চিঠি পাঠায় বিসিবি।

চিঠি চালাচালির পর ভিডিও কনফারেন্সে বিসিবির সঙ্গে বৈঠক করেন আইসিসির প্রতিনিধিরা। সেখানেও সমস্যার সমাধান না হওয়ায় ১৭ জানুয়ারি বাংলাদেশে এসেছিলেন আইসিসির দুর্নীতি দমন কমিশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। পাশাপাশি অনলাইনে যোগ দিয়েছিলেন আইসিসির আরও এক প্রতিনিধি।

ঢাকার সেই বৈঠকে আইসিসির পক্ষ থেকে আবারও নিশ্চিত করা হয়েছে ভারতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আশ্বাসে অবস্থান পরিবর্তন করেনি বাংলাদেশ। যার ফলে বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ২১ জানুয়ারি পর্যন্ত বিসিবিকে সময় বেঁধে দিয়েছে আইসিসি।

যদিও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এমন দাবি অস্বীকার করেছেন। এ ছাড়া ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে ভারতে না যায় তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেয়া হবে। মূলত র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় তাদেরই সুযোগ থাকছে বিশ্বকাপ খেলার। তবে এখনো স্কটিশদের সঙ্গে এসব নিয়ে কোনো আলাপ করেনি আইসিসি।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এমন তথ্যই জানতে পেরেছে বিবিসি স্পোর্ট। স্কটল্যান্ড বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। এদিকে মার্চে ওমান এবং নামিবিয়ার সঙ্গে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি নিতে অনুশীলনে ফিরেছেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা।

রাজনৈতিক কারণে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড সফর করেনি জিম্বাবুয়ে। ওই সময় প্রি-টুর্নামেন্ট বাছাইপর্বের সেরা দল হিসেবে জিম্বাবুয়ের পরিবর্তে বিশ্বকাপ খেলেছিল স্কটল্যান্ড। তবে ২০ দলের টুর্নামেন্টের অঞ্চলভিত্তিক দলগুলো নিশ্চিত হওয়ায় র‌্যাঙ্কিংয়ে নজর দিতে পারে আইসিসি। বিশ্বকাপ খেলছে না এমন দলগুলোর মধ্যে সর্বোচ্চ ১৪ নম্বর র‌্যাঙ্কিংয়ে সুযোগটা স্কটিশদেরই বেশি।

আরো পড়ুন: