আমরা এভাবে কোনো বিশ্বকাপে যেতে চাইনি: স্কটল্যান্ডের প্রধান নির্বাহী
ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড যখন বলেছেন, 'আমরা বাংলাদেশ দলের জন্য সত্যিই সহানুভূতি বোধ করছি', তার এই কথায় যেন মিশে আছে দুটি অনুভূতি। একদিকে বাংলাদেশের জন্য গভীর বেদনা, অন্যদিকে স্কটিশ ক্রিকেটের সামনে হঠাৎ খুলে যাওয়া এক অপ্রত্যাশিত দরজা।