ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, শনিবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সময়সীমার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছে। তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই ব্যাপারটি অস্বীকার করেছেন।
তিনি জানিয়েছেন আইসিসির পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোন তারিখ কিংবা সময়সীমা জানানো হয়নি। পাশাপাশি বাংলাদেশ এখনও নিজেদের অবস্থানে অনড় আছে বলে মন্তব্য করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, দ্রুতই বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।
এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমজাদ বলেন, 'গত শনিবার ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দলের একটা বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমাদের যে তথ্যগুলো আমরা বলে দিই যে ভেন্যুতে (ভারতে) অপারগ।'
তিনি আরও যোগ করেন, 'বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি, তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। উনারা তখন আমাদেরকে বলেন এই ব্যাপারগুলো তারা আইসিসিকে গিয়ে অবহিত করবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেবে। এই ব্যাপারে নির্দিষ্ট কোন তারিখ বা কবে নাগাদ জানাবেন এসব কিছু জানাননি। শুধুমাত্র বলেছে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দেবে।'