নাহিদ রানাকে জরিমানা করল আইসিসি
আয়ারল্যান্ডের ব্যাটার ক্যাড কারমাইকেলের দিকে বল ছুঁড়ে মারায় শাস্তি পেয়েছেন নাহিদ রানা। আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের পেসারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এ ছাড়া নাহিদের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।