শনিবারের এই বৈঠক ছিল এক সপ্তাহের মধ্যে আইসিসি ও বিসিবির দ্বিতীয় দফা আলোচনা। সেখানে বিসিবি আবারও স্পষ্ট করেছে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতের বাইরে। সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে দেখছে বাংলাদেশ। বিসিবির যুক্তি, ভারতে গিয়ে খেললে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। তবে আইসিসি তাদের অবস্থানে অনড়। তারা জানিয়ে দিয়েছে মূল সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।
বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে 'সি' গ্রুপে। এই অচলাবস্থা প্রায় তিন সপ্তাহ ধরে চলছে। বিসিবি প্রথমবার তাদের উদ্বেগের কথা আইসিসিকে জানায় ৪ জানুয়ারি। অথচ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। সীমিত ওভারে এই বিশ্ব আসরের পর্দা উঠছে আগামী ৭ ফেব্রুয়ারি। সূচি অনুযায়ী, বাংলাদেশ উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা। একই ভেন্যুতে হবে টাইগারদের পরের দুই ম্যাচ, এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে।
শনিবারের আলোচনায় আইসিসি বিসিবির আরেকটি প্রস্তাবও নাকচ করে দেয়। বিসিবি চেয়েছিল, বাংলাদেশকে গ্রুপ বি-তে সরিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা বদল করতে। কারণ আয়ারল্যান্ড তাদের গ্রুপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে আবারও জানানো হয়েছে, বাংলাদেশের জন্য ভারতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।
আইসিসি ২০টি অংশগ্রহণকারী দলের কাছে যে নিরাপত্তা পরামর্শ পাঠিয়েছে, তা প্রস্তুত করেছে একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা। সেখানে ভারতের সামগ্রিক ঝুঁকির মাত্রা মাঝারি থেকে তুলনামূলক উচ্চ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কোনো দলকে লক্ষ্য করে সুনির্দিষ্ট বা সরাসরি হুমকির কথা বলা হয়নি।
আলোচনার সঙ্গে যুক্ত সূত্রগুলো বলছে, আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। যদি বিসিবি বাংলাদেশ দলকে ভারতে যেতে অনুমতি না দেয়, সে ক্ষেত্রে আইসিসি বিকল্প দল ঘোষণা করতে পারে। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী, সেই দলটি হতে পারে স্কটল্যান্ড।