পাঠকদের সুবিধার্থে হুবহু সংবাদ বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো-
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্বেগের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায়।
বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এমন সব মন্তব্যের জন্য, যেগুলো অনুচিত, আপত্তিকর বা কষ্টদায়ক বলে বিবেচিত হতে পারে। এসব বক্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মূল্যবোধ, নীতিমালা কিংবা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না। একই সঙ্গে, বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে যে আচরণগত মান প্রত্যাশিত, এ ধরনের মন্তব্য তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।
বিসিবি পুনরায় স্পষ্ট করে জানাচ্ছে, বোর্ডের নির্ধারিত মুখপাত্র বা মিডিয়া ও যোগাযোগ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বক্তব্য ছাড়া কোনো পরিচালক বা বোর্ড সদস্যের ব্যক্তিগত মন্তব্যের দায় বোর্ড গ্রহণ করে না। অনুমোদিত এসব চ্যানেলের বাইরে দেওয়া যেকোনো বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং সেগুলোকে বোর্ডের দৃষ্টিভঙ্গি বা নীতির প্রতিফলন হিসেবে দেখা উচিত নয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও জানাচ্ছে, কোনো ব্যক্তি যদি এমন আচরণ বা মন্তব্য করেন যা ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক কিংবা বাংলাদেশের ক্রিকেটের সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করে, সে ক্ষেত্রে তার বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
বোর্ড দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে, অতীতে ও বর্তমানে যারা নিষ্ঠা ও গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন—সব ক্রিকেটারের প্রতি বিসিবির পূর্ণ সম্মান ও সমর্থন রয়েছে। ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটের কেন্দ্রবিন্দু, এবং তাদের অবদান ও কল্যাণ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গেই বিবেচিত হয়ে আসছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার খেলোয়াড়দের স্বার্থ, মর্যাদা ও কল্যাণ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে, খেলাটির সব স্তরে পেশাদারিত্ব, জবাবদিহি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার অঙ্গীকারে বিসিবি অটল।