শ্রীলঙ্কায় যাওয়ার আগে বিপিএলে তিন ম্যাচ খেলেছিলেন ফাহিম। তিন ম্যাচে ১১ উইকেট নেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৭ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। পরের দুই ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্সের বিপক্ষে আরো তিনটি করে উইকেট নেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য বলার মতো পারফরম্যান্স ছিল না ফাহিমের। দুই ম্যাচে নিয়েছেন কেবল একটি উইকেট। যদিও বিপিএলে ফিরতে পেরে আনন্দিত তিনি। রংপুর রাইডার্সকে দেখছেন সৌভাগ্যের প্রতীক হিসেবে।
ফাহিম বলেন, 'এটা রংপুরের ভক্তরা ভালো বলতে পারবেন। তবে একজন খেলোয়াড় হিসেবে আমার চেষ্টা থাকে দলের জন্য যতটা সম্ভব ভালো পারফর্ম করার এবং সর্বোচ্চ পরিশ্রম করার। বাকিটা ভক্তরাই জানেন, তবে আমি বলব রংপুরই আমার জন্য লাকি চার্ম (সৌভাগ্যের প্রতীক)।'
'যখন আপনার দলকে এমন অবস্থায় রেখে যান যেখানে দল ভালো করছে এবং আপনি নিজেও দলের হয়ে ভালো খেলছেন, তখন ফিরে আসতে অনেক বেশি রোমাঞ্চ কাজ করে। আমাদের দল প্লে-অফে আছে, তাই আমি আগের চেয়ে বেশি রোমাঞ্চিত যে দলে ফিরে দলের জন্য আগের চেয়েও ভালো কিছু করতে পারব।'
এদিকে বিপিএলে এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি রংপুর। আট ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে দলটি। ফাহিমের মতে, একটি ম্যাচ জিতলেই দলের মোমেন্টাম ফিরে আসা সম্ভব।
'এটা ক্রিকেট, এখানে যেকোনো কিছু হতে পারে। কিন্তু রংপুরের দলটা যেমন, তাতে আমি বলব— এই দল যেকোনো অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারে। এবং তারা সেটা করবেও। আমি যখন গিয়েছিলাম তখনও দল ভালো অবস্থানে ছিল, এখনো খুব খারাপ অবস্থানে নেই। শুধু একটা ম্যাচ জেতা দরকার যাতে আমাদের মোমেন্টাম ফিরে আসে। এরপর দেখবেন আমরা প্লে-অফে এবং ইনশাআল্লাহ ফাইনালের দিকেও যাব।'
একইসাথে ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়ে ফাহিম বলেন, 'বিপিএলে আমার ব্যক্তিগত লক্ষ্য একটাই— দলের জয়ে অবদান রাখা এবং চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করা।'