বিপিএলের মাঝেই বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে চান তানজিদ

বিপিএল
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তানজিদ হাসান তামিম, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তানজিদ হাসান তামিম, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে তেমন ফর্মে নেই তানজিদ হাসান তামিম। ফর্মে না থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে রাঙাতে চান এই ওপেনার। এ কারণে বিপিএলের মাঝেই নিজের ঘাটতিগুলো নিয়ে কাজ করছেন তিনি।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। দলটির হয়ে সবগুলো ম্যাচই খেলেছেন তানজিদ। বাঁহাতি ওপেনার গত বছর বাংলাদেশের হয়ে আগুনে ফর্মে থাকলেও বিপিএলে প্রত্যাশা মেটাতে পারেননি।

২০.৭৫ গড় ও ১২৬.৭১ স্ট্রাইক রেটে করেছেন ১৬৬ রান। পেয়েছেন মাত্র একটি হাফ সেঞ্চুরি। দলের হয়ে রান না করলেও রাজশাহী ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজমেন্টকে পাশে পেয়েছেন তানজিদ।

তিনি বলেন, 'আমি সর্বশেষ ছয়-সাতটা ম্যাচ আমি ওরকম পারফর্ম করতে পারিনি দলের জন্য। ভালো কিছু অবদান রাখতে পারিনি, তারপরও টিম ম্যানেজমেন্ট থেকে এবং সিনিয়র প্লেয়ারদের থেকে যেরকম সাপোর্ট পেয়েছি, তারা আমার ওপর যে বিশ্বাসটা রেখেছে তো আমি বলব যে একটা ভালো দলের গুণ হচ্ছে এটাই যে এরকম সকল প্লেয়ারের পাশে থাকবে।'

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা ইতোমধ্যেই বেশ কয়েকবার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে চায় বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে চেষ্টার কোনো কমতি রাখছেন না তানজিদ।

তিনি আরো বলেন, 'গত সিরিজ শেষ হওয়ার পরে কিন্তু আমাদের একটা ব্যাটিং ক্যাম্প হয়েছিল। তো আশা করি সেখানে সব ব্যাটসম্যানদের জন্য খুব ভালো একটা কাজ হয়েছিল। আর যেহেতু বিপিএল শেষে আমাদের কোনো সময় নেই এই বিপিএলের মাঝখানেই আমাদের যতটুকু প্রস্তুতি নেয়ার নিতে হবে'

'গত আমি যে কয়েকটা ম্যাচ রান করি নাই, নির্দিষ্ট জিনিস বের করার চেষ্টা করেছি যে কোন জিনিসটা আমার ভুল হয়েছিল কিংবা কোথায় আমার ঘাটতি হয়েছে। তো সে জিনিসটা নিয়ে নিজে ভাবছি এবং কাজ করছি। তো আশা করি এখন থেকে যদি নিয়মিত পারফর্ম করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং দলের জন্য সাহায্য হবে।'

আরো পড়ুন: