বিশেষ করে অনেক ক্রিকেটার আইএল টি-টোয়েন্টি শেষে এসএ টোয়েন্টিতে ব্যস্ত। আবার অনেক ক্রিকেটার নিচ্ছেন বিশ্রাম। ফলে কোন কোন ক্রিকেটার খেলার জন্য উপলব্ধ আছেন সেটাই জানার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের কম্বিনেশন অনুযায়ী ক্রিকেটার নিয়ে আসার চেষ্টা করছেন মালিকপক্ষ।
এ প্রসঙ্গে সোহেল বলেন, 'ব্ল্যাঙ্ক চেকের ব্যাপারটা আমি এখনো পরিষ্কার না। তারা (মালিকপক্ষ) চেষ্টা করছে কিভাবে দলটাকে আরও ভালো করা যায় সামনে যে ম্যাচগুলো আছে। আমাদের দলের জন্য কারা আসলে মানানসই হবে এবং কাদের কাদের পাওয়া যাবে—আমরা এখনো চেষ্টা করছি ওর মধ্যে থেকে প্লেয়ারকে নিয়ে এসে আমাদের কম্বিনেশনটা ঠিক করার জন্য।'
সিলেট প্লে অফ নিশ্চিত করলেও ব্যাটে-বলে নিজের সেরাটা দিতে পারছেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি ৬ ম্যাচে মোটে করেছেন ৭২ রান। বল হাতে নিতে পেরেছেন কেবল ৩ উইকেট। এমন পারফরম্যান্স নিয়ে খুব একটা উদ্বিগ্ন না সিলেট টাইটান্স কোচ। এই বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, 'একটা ছেলে যে প্রতি বছরই আসলে পারফর্ম করবে একইভাবে এটা আসলে কঠিন। কোনো সময় ও খুব ভালো করতে পারে, কোনো সময় ওরকম নাও করতে পারে। মিরাজের সাথে কথা হচ্ছে যে কোন পজিশনে খেললে ও ভালো করবে বা বোলিং কোথায় করলে ভালো হবে। মিরাজের ওপর ওই বিশ্বাস আছে।'
বিশ্বকাপ দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন সিলেটে। তবে তারা আপাতত বিপিএল নিয়েই ভাবছেন বলে জানিয়েছেন দলটির কোচ। তিনি বলেন, 'শুধু আমার দলের প্লেয়ার না, অন্য দলের প্লেয়ার যারা আছে তারা আসলে এখনই ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছুই চিন্তা করছে না। তারা আসলে পুরাপুরি ফোকাসড বিপিএল নিয়ে এবং বিপিএলে তারা কিভাবে দলের জন্য অবদান রাখতে পারে সেটা নিয়েই কাজ করছে।'