মিঠুনের সঙ্গে মিঠুর বৈঠক, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস
সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এর আগে তামিম ইকবালকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি। তার সাম্প্রতিক বক্তব্যের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে এসব বক্তব্যের দায় বোর্ড নেবে না। তবে ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক কিংবা বাংলাদেশের ক্রিকেটের সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করে, সে ক্ষেত্রে বিসিবি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবে।