আইসিসির জবাব কবে পাওয়া যাবে জানালেন বুলবুল

টি-টোয়েন্টি বিশ্বকাপ
আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ এখনও আইসিসির কাছ থেকে কোনো বার্তা পায়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরই মধ্যে বিসিবি প্রয়োজনীয় সব তথ্য ও লিঙ্ক আইসিসিকে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, 'আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা (মেইল) পাঠিয়েছি যতগুলো লিংক দরকার বা এটাচমেন্ট বা ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। আমরা অপেক্ষা করছি আইসিসি আমাদের কী জানায়।'

গুঞ্জন আছে ভারত বাংলাদেশকে ভারতের অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে পারে। তবে বাংলাদেশ অবশ্য সেই ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না, এমনটাই ফুটে উঠেছে বিসিবি সভাপতির কথায়। এই ব্যাপারে বিসিবি এবং বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকার যৌথভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।

বুলবুল যোগ করেন, 'ভারতের অন্য ভেন্যুতে ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্মেন্ট অর্ডারের সাথে বা সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখনো সেখানেই আছি।'

আইসিসির জবাব কবে নাগাদ পাওয়া যাবে সেই ধারণা দিয়ে বুলবুল বলেন, 'সহজ অঙ্ক হিসাব করলে আজকে, কালকে তো দুবাই বন্ধ। তাই হয়তো সোম-মঙ্গলবারের দিকে (জবাব পাওয়া যাবে)... তারা অনেক পেশাদার প্রতিষ্ঠান তো। তাই লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না।'

আরো পড়ুন: