
সুপার ওভারে নাহিদা-সোবহানাদের আবারও হারাল বিসিবি অনূর্ধ্ব-১৫ দল
বিসিবি অনূর্ধ্ব-১৫ ছেলে দলের বিপক্ষে জিততে হলে শেষ ওভারে ৫ রান করতে হতো বাংলাদেশ নারী সবুজ দলকে। ব্যাটিংয়ে ছিলেন রাবেয়া খান ও নাহিদা আক্তার। স্পিনার আফ্রিদি তারিকের প্রথম বলেই থার্ডম্যানে ঠেলে দিয়ে দুই রান নিয়েছিলেন রাবেয়া। পরের বলে অবশ্য রান নিতে পারেননি তিনি। তৃতীয় বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়েছেন অমিত কুমারের হাতে। তিন বলে যখন তিন রান প্রয়োজন তখন নিজের প্রথম বলেই ডট দিয়েছেন সুলতানা খাতুন।