নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
বাংলাদেশ নারী দল, ফাইল ফটো
বাংলাদেশ নারী দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জানুয়ারিতে নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে দলটি প্রকাশ করা হয়।

এই বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ নারী দল আগামী ১২ জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়বে। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে এই টুর্নামেন্টকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিসিবি ও টিম ম্যানেজমেন্ট।

দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। স্কোয়াডে অভিজ্ঞতার সঙ্গে তরুণদের সমন্বয় রাখার চেষ্টা করেছে নির্বাচকরা।

দলে একমাত্র চমক উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত খেলার সুযোগ হয়নি জুয়াইরিয়ার। এই আসরেই হয়তো অভিষেক হতে পারে তার।

বোলিং আক্রমণে স্পিন ও পেস—দুই বিভাগেই ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে, যাতে নেপালের কন্ডিশনে দলটি কার্যকর হতে পারে। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই।

১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট৷ ১০ দলের টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান 'এ' গ্রুপে, যেখানে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাঘিনীরা।

বাংলাদেশ নারী স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, শর্না আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মাগলা, সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই- শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া, হাবিবা ইসলাম পিংকি।

আরো পড়ুন: