
অভিষেক-নাহিদুলের শেষের ক্যামিওতে ফাইনালে খুলনা
ম্যাচ জিততে শেষ ১৮ বলে খুলনা বিভাগের প্রয়োজন ছিল ৩৫ রান। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে হাসান মুরাদকে লং অফ ও লং অনের উপর দিয়ে টানা দুই বলে দুই ছক্কা মারেন অভিষেক দাস অরণ্য। একই ওভারে নাহিদুল ইসলাম মেরেছেন একটি চার। মুরাদের সেই ওভার থেকে ১৮ রান আসায় সমীকরণটা সহজ হয়ে যায় খুলনার জন্য। অষ্টম ওভার এক চারে অভিষেক ও নাহিদুল মিলে এনেছেন ১০ রান। ফলে ম্যাচ জিততে শেষ ওভারে ৭ রান করতে হতো তাদের।