বিপিএল নিয়ে প্ল্যান নেই, টিম পেলে খেলব নয়ত খেলব না: নাসির

ঘরোয়া
বিপিএল নিয়ে প্ল্যান নেই, টিম পেলে খেলব নয়ত খেলব না: নাসির
গণমাধ্যমে কথা বলছেন নাসির হোসেন, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় ক্রিকেট লিগে রংপুরকে ফাইনালে তুললেন নাসির হোসেন। আন্তর্জাতিক অঙ্গন থেকে রীতিমতো হারিয়ে যাওয়া এই ক্রিকেটার আবারও ফিরতে চান জাতীয় দলে। এর আগে সুযোগ মিললে বিপিএলেও খেলতে চান তিনি।

গতকালের ম্যাচে চট্টগ্রামের দেয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে রংপুর ওপেনিংয়ে পাঠায় নাসিরকে। জাহিদ জাভেদকে সঙ্গে নিয়ে তিনি ৭৬ রানের জুটিতে জয়ের ভিতটা গড়ে দেন তিনি।

২৮ বলে ৩৫ রান করে জাহিদ আউট হলেও হাফ সেঞ্চুরি তুলে নেন ৪১ বলে ৫৪ রান করা নাসির। দুই ওপেনারের বিদায়ের পর খেই হারিয়েছিল রংপুরের ইনিংস। শেষ পর্যন্ত দলটিকে জয় এনে দেয় অধিনায়ক আকবর আলীর ২১ বলে ৪০ রানের ইনিংস।

ম্যাচ শেষে জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানান নাসির। তবে বিপিএল নিয়ে বিশেষ ভাবনাচিন্তা নেই তার। আপাতত যেখানেই সুযোগ পান, সেখানেই ভালো খেলতে চান নাসির।

গণমাধ্যমকে নাসির বলেন, 'বিপিএল নিয়ে প্ল্যান নাই। যদি টিম পাই খেলব, না পাইলে খেলব না। এটা সিম্পল কথা। তবে অবশ্যই চেষ্টা থাকবে জাতীয় দলে খেলার। আবার সেই জাতীয় দলের জার্সি পরে আবার জাতীয় দলের হয়ে খেলার জন্য। কিন্তু এটা তো আর আমার হাতে নেই। ওই যে বললাম, যেখানে খেলি না কেন, পারফর্ম করার চেষ্টা করি। যদি কপালে থাকে, তাহলে অবশ্যই খেলব।'

জাতীয় দলের বাইরে থাকলেও মানুষের ভালোবাসা ভালোভাবেই টের পান নাসির, 'আল্লাহর রহমতে যতটুকু আমার ক্ষমতা ছিল, আমি চেষ্টা করছি ভালো খেলার। ফ্যান তো আপনার এমনি এমনি আর হয় না। তো মানুষ আমাকে ভালোবাসত এবং আমি সেই জায়গাটা হচ্ছে পারফর্ম করেই অর্জন করছি। এমন না যে আমি পারফর্ম করি নাই, মানুষ আমাকে ভালোবাসছে।'

জাতীয় ক্রিকেট লিগে ১২ অক্টোবর খুলনার বিপক্ষে ফাইনাল খেলতে নামবে রংপুর। এই ম্যাচটি জিতে শিরোপা নিজেদের করে নিতে চান নাসির। খুলনার বিপক্ষে নিজেদের ভুল কম হবে, এমনটাই প্রত্যাশা করেন তিনি।

নাসির আরো বলেন, 'অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। কারণ আপনি যদি দেখেন, খুলনার সাথে আমাদের খেলা এবং খুলনা খারাপ টিম না। আর আমার কথা হচ্ছে, ১২ তারিখ ফাইনাল ওই দিনটাতে যারা ভালো ক্রিকেট খেলবে এবং যারা কম ভুল করবে, তারাই জিতবে।'

আরো পড়ুন: নাসির হোসেন