নাসিরের হাফ সেঞ্চুরিতে ফাইনালে রংপুর

ঘরোয়া
নাসিরের হাফ সেঞ্চুরিতে ফাইনালে রংপুর
রংপুরকে ফাইনালে তোলে ম্যাচসেরা নাসির হোসেন, এনসিএল টি-টোয়েন্টি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে যেতে রংপুর বিভাগের চাই ১৬৮ রান। জাহিদ জাভেদকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতেই নাসির তুললেন ৭৬ রান। জাহিদ ফিরলেও কার্যকরী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন নাসির। তাদের দুজনের ব্যাটে শুরুটা ভালো হলেও দ্রুতগতিতে কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। তবে ভয় কেটেছে আকবর আলীর ঝড়ো ব্যাটিংয়ে। মুমিনুল হকের বলে আউট হওয়ার আগে খেলেছেন ২১ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচ জিততে শেষ ওভারে মাত্র ৩ রান প্রয়োজন ছিল রংপুরের।

আশরাফুল হাসানের প্রথম তিন বলে এক রানের বেশি নিতে পারেননি নাইম ইসলাম। পরের ‍দুই বলে আলাউদ্দিন বাবু নিয়েছেন একটি সিঙ্গেল। অর্থাৎ ওভারের প্রথম পাঁচ বলের তিনটিই ডট দিয়েছেন আশরাফুল। ফাইনালে উঠতে চট্টগ্রামকে শুধু একটা ডট বল আদায় করতে হতো। বিপরীতে রংপুরকে শেষ বলে করতে হতো ২ রান। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ওয়াইড লং অন দিয়ে চার মেরে ৪ উইকেটের জয় নিশ্চিত করার পাশাপাশি রংপুরকে ফাইনালেও তোলেন নাইম। ১২ অক্টোবর ফাইনালে তাদের প্রতিপক্ষ খুলনা বিভাগ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য তাড়ায় নাসির ও জাহিদের ব্যাটে ভালো শুরু পায় রংপুর। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙে নবম ওভারে। হাসান মুরাদের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৮ বলে ৩৫ রান করা জাহিদ। তিনে নেমে সুবিধা করতে পারেননি ইকবাল হোসেন ইমন। ৯ বলে ৭ রান করে আউট হয়েছেন তিনি।

রংপুরের রান একশ পেরিয়ে যাওয়ার পর ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেন নাসির। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তারকা এই অলরাউন্ডার। মোহাম্মদ রুবেলের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিয়েছেন ৪১ বলে ৫৪ রানের ইনিংস খেলে। তিনটি ছক্কার সঙ্গে চারটি চারও মেরেছেন নাসির। সেখান থেকে জুটি গড়ে রংপুরকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন আব্দুল্লাহ আল মামুন ও আকবর। তাদের দুজনের জুটি ভাঙে দেড়শ পেরিয়ে যাওয়ার পর।

৯ বলে ১৪ রান করে মামুন আউট হয়েছেন মুরাদের বলে। আগের ম্যাচে ব্যাট হাতে চমক দেখানো নাসুম আহমেদ দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫ রানের বেশি করতে পারেননি। তবে রংপুরকে ফাইনালের দৌড়গোড়ায় পৌঁছে দিয়ে আকবর আউট হয়েছেন তিন ছক্কা ও এক চারে ২১ বলে ৪০ রান করে। শেষ পর্যন্ত ৪ উইকেটর জয় নিশ্চিত নাইমের ব্যাটে। চট্টগ্রামের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মুরাদ ও মুমিনুল।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে চট্টগ্রাম। সাগরিকার দলটির হয়ে সর্বোচ্চ ৪৮ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেছেন সাদিকুর রহমান। ২ ছক্কা ও ৫ চারে ২৭ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন ইয়াসির আলী রাব্বি। এ ছাড়া মাহমুদুল হাসান জয় ২৮ ও মুমিনুল ১১ রান করেছেন। রংপুরের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আলাউদ্দিন ও মামুন।

আরো পড়ুন: এনসিএল টি-টোয়েন্টি