‘বাথরুমে বসে কান্না করতাম আর ভাবতাম কেন রান করছি না’
রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক আসরেই সামর্থ্যের খানিকটা ঝলক দেখিয়েছিলেন রিয়ান পরাগ। ৭ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৮৪ ম্যাচে করেছেন ১ হাজার ৫৬৬ রান। তবে ডানহাতি ব্যাটারের বলার মৌসুম কেটেছে ২০২৪ সালে, করেছিলেন পাঁচশ ছাড়ানো রান। কখনো ঘরোয়া ক্রিকেটে রান করেছেন কিন্তু আইপিএলে পারেননি। আবার কখনো কখনো ঘরোয়াতে ভালো না করেও আইপিএলে ছন্দ পেয়েছেন। কয়েক মৌসুমে এমন ঘটনার সাক্ষী হওয়া পরাগ একটা সময় হতাশায় ডুবছিলেন। নিয়মিত রান করতে না পারায় বাথরুমে বসে কান্নাও করতেন ডানহাতি এই ব্যাটার। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে এমন গল্প শুনিয়েছেন পরাগ নিজেই।