ইশান কিশানকে পেতে চায় ৩ ফ্র্যাঞ্চাইজি

ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রত্যাশা মেটাতে না পারায় আইপিএলের গত আসরের মেগা নিলামের আগে ইশান কিশানকে ছাড়তে বাধ্য হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সুযোগ পেয়েই ১১ কোটি ২৫ লাখ রুপিতে বাঁহাতি উইকেটকিপার ব্যাটারকে দলে টানে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও এক মৌসুম পরই আবারও ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চায় মুম্বাই। নিলামের আগে ট্রেডের সুযোগ নিয়ে ইশানকে দলে টানতে চায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের পাশাপাশি ইশানে নজর আছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসেরও।

২০১৬ সালে গুজরাট লায়ন্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয় ইশানের। পরের মৌসুমও খেলেছেন তাদের হয়ে। তবে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলেছেন মুম্বাইয়ের হয়ে। এমনকি পাঁচবারের চ্যাম্পিয়নদের ঘরের ছেলেও বনে গেছেন বাঁহাতি উইকেটকিপার ব্যাটার। যদিও ২০২২ সালে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তারা। তবে নিলাম থেকে ইশানকে পেতে ১৫ কোটি ২৫ লাখ রুপিও খরচ করেছিল মুম্বাই।

ফিরেই টানা দুই মৌসুমেই চারশ ছাড়িয়ে গিয়েছিলেন ইশান। মুম্বাইয়ের হয়ে ২০২৪ আইপিএলে ১৪ ম্যাচে ১৪৮.৮৩ স্ট্রাইক রেটে ৩২০ রান করেছিলেন। পুরো টুর্নামেন্টে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন মাত্র একটি। এমন পারফরম্যান্সের পর গত মৌসুমের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পরবর্তীতে বাঁহাতি উইকেটকিপার ব্যাটারকে নিলাম থেকে কিনে নেয় হায়দরাবাদ। তাদের হয়ে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন ইশান।

যদিও একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ১৪ ম্যাচে ৩৫৪ রান করে টুর্নামেন্ট শেষ করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পরও এক মৌসুম পরই তাকে ফেরাতে চায় মুম্বাই। গত আসরে উইকেটকিপার ব্যাটার হিসেবে রায়ান রিকেলটনকে খেলিয়েছে তারা। তিন হাফ সেঞ্চুরিতে ১৪ ম্যাচে করেছিলেন ৩৮৮ রান। তবুও বিকল্প চিন্তা করছে ফ্র্যাঞ্চাইজিটি। কারণ উইকেটকিপার ব্যাটার হিসেবে রিকেলটনকে খেলালে নিচের দিকে একজন বিদেশি কম খেলাতে হচ্ছে মুম্বাইয়ের।

এ ছাড়া দ্রুতই মুম্বাই কিংবা আইপিএল ছাড়তে পারেন রোহিত শর্মা। এসব ভাবনা থেকেই ট্রেডে হায়দরাবাদ থেকে ইশানকে পাওয়ার চেষ্টা করছে মুম্বাই। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। যদিও দুই দলের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। হায়দরাবাদ ইশানকে ছাড়বে কিনা সেটাও বড় প্রশ্ন। মুম্বাইয়ের পাশাপাশি বাঁহাতি উইকেটকিপার ব্যাটারকে পেতে চায় কলকাতা ও রাজস্থান।

আইপিএলের গত মৌসুমে কলকাতার উইকেটকিপার ছিলেন কুইন্টন ডি কক। সাউথ আফ্রিকার বাঁহাতি ব্যাটার ওপেনিংও করেছিলেন। স্বাভাবিকভাবেই উইকেটকিপিং করতে পারেন পাশাপাশি টপ অর্ডারে ব্যাটিং করবেন এমন একজন ভারতীয় ক্রিকেটার খুঁজছে তিনবারের চ্যাম্পিয়নরা। যেখানে তাদের পছন্দ ইশান। এদিকে রাজস্থান যদি সাঞ্জু স্যামসনকে ছেড়ে দেয় তাহলে ইশানের জন্য পুরোটা দিয়ে চেষ্টা করবে।