আইপিএলের আগে রাজস্থান অ্যাসোসিয়েশনকে বিসিসিআইয়ের আল্টিমেটাম

আইপিএল
আইপিএলের আগে রাজস্থান অ্যাসোসিয়েশনকে বিসিসিআইয়ের আল্টিমেটাম
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের প্রথম আসর থেকেই জয়পুর রাজস্থানের হোম অব সেন্টার। তবে টুর্নামেন্টের আগামী আসরে ইয়াশভি জয়সাওয়াল, রিয়ান পরাগরা জয়পুরে আইপিএলের ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে যদি রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) যদি নির্বাচন না করে তাহলে জয়পুরে রাজস্থানের ম্যাচ রাখা হবে না! আরসিএকে এমন আল্টিমেটাম দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

টুর্নামেন্ট শুরুর আগে যদি রাজ্য সংস্থা নির্বাচন দেয় তাহলে আইপিএলের ম্যাচ আয়োজনে কোন প্রকার বাধা থাকবে না। ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামের ফাঁকে এমনটাই জানিয়েছেন, আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুন সিং ধুমাল। তিনি জানিয়েছেন, গতবার লিখিত চিঠি দেয়া হলেও এখনো নির্বাচনের আয়োজন করেনি সংস্থাটি।

এ প্রসঙ্গে অরুন ধুমাল বলেন, ‘গতবার আমরা রাজ্য সংস্থাকে চিঠি দিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত আরসিএ নির্বাচন করছে এবং নির্বাচিত বোর্ড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানে আইপিএল ভেন্যু দেয়া কঠিন। এখনো পর্যন্ত তারা নির্বাচন আয়োজন করেনি। ফ্র্যাঞ্চাইজিকে দেখতে হবে তাদের ম্যাচ আয়োজনের জন্য সুবিধাগুলো ঠিকঠাক কিনা। আমরা সেটা পরীক্ষা-নিরীক্ষা করি এবং আরসিএ যদি নির্বাচন করে তাহলে তাদের আমরা বিজয়ী হিসেবে ধরে নিব।’

গত দুই বছর ধরে রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত অ্যাডহক কমিটি দ্বারা আরসিএ পরিচালিত হচ্ছে। বর্তমানে আরসিএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দীন দয়াল কুমায়াত। কিছুদিন আগে ক্রিকবাজ জানিয়েছে, নিজেদের হোম ম্যাচগুলো আয়োজন করতে পুনেকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করছে রাজস্থান। আরসিএ জানিয়েছে, তাদের সঙ্গে বিসিসিআইয়ের কোন কথা হয়নি। তবে রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে তাদের যোগাযোগ আছে।

১৮ ডিসেম্বর ক্রিকবাজের সঙ্গে আলাপকালে কুমাওয়াত বলেন, ‘আমাদের দিক থেকে আমরা এমএমএস স্টেডিয়ামে (জয়পুরে) আইপিএলের ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত আছি। রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বিসিসিআইয়ের যদি আরসিএ-এর সাথে সমস্যা থাকে তাহলে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করব এবং সমাধানও করব।’

কুমাওয়াতের এমন মন্তব্যে ধুমাল বলেন, ‘আমরা গত বছরই তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারপরও যদি তারা নির্বাচন পরিচালনা করতে না পারে তাহলে সেখানে টুর্নামেন্ট করা আমাদের জন্য কঠিন হবে। এখন পর্যন্ত তা হয়নি। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন পরিচালনা করে এবং কটি নবনির্বাচিত সংস্থা আসে, আইপিএলের ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পায় ততক্ষণ পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং যথাসময়ে সঠিক পদক্ষেপ নিব।’

আরো পড়ুন: আইপিএল