চোট নিয়ে বল করে টুর্নামেন্টই শেষ সন্দীপের

ছবি: চোট নিয়ে বল করে টুর্নামেন্টই শেষ সন্দীপ শর্মার, ফাইল ফটো

রয়্যালস শিবির বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হোম ম্যাচের আগে নিশ্চিত করে এই খারাপ সংবাদটি। গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ম্যাচেই চোট পেয়েছিলেন সন্দীপ। কিন্তু সেই ম্যাচে ব্যথা নিয়েও বল করে যাওয়া এই পেসার দেখিয়েছেন ব্যতিক্রমী সাহস। ফ্র্যাঞ্চাইজিটি বিবৃতিতে বলেছে, ‘গত ম্যাচে এই চোট নিয়েও বোলিং চালিয়ে যাওয়ার জন্য তিনি অসাধারণ সাহস দেখিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির সকলে তার সম্পূর্ণ ও দ্রুত সুস্থতা কামনা করছে।’
‘আমরা সুপারস্টার কিনি না, সুপারস্টার তৈরি করি’
৪ ঘন্টা আগে
৩১ বছর বয়সী সন্দীপ রয়্যালসের হোম গ্রাউন্ডে গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের বোলিংয়ে শুভমান গিলের একটি শট থামাতে গিয়ে চোট পান। সঙ্গে সঙ্গে ফিজিও মাঠে এলেও তিনি ম্যাচ না ছেড়ে স্পেলের বাকি আটটি বল শেষ করেন। চোটটি যতটা মারাত্মক ছিল, তার পরেও বল হাতে মাঠে থাকা সন্দীপের মানসিক দৃঢ়তাই উঠে এসেছে আলোচনায়।

এবারের আইপিএলে এখন পর্যন্ত এক ম্যাচ কম খেলেও ৯ উইকেট তুলে নিয়েছেন তিনি, ইকোনমি রেট ৯.৮৯। ডেথ ওভারে তার অভিজ্ঞতা আর উইকেট নেওয়ার ক্ষমতা রাজস্থানের জন্য ছিল বড় ভরসা।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলে নেয়া হয় আকাশ মাধওয়ালকে। তবে সন্দীপের স্থায়ী বিকল্প হিসেবে কে আসবেন, তা এখনও স্পষ্ট নয়। রাজস্থান রয়্যালস জানিয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট সন্দীপের পরিবর্ত হিসেবে বিকল্প খুঁজছে, এবং সঠিক সময়ে তা জানানো হবে।’
এই চোট রাজস্থানের পরিকল্পনায় বড় রদবদল এনে দিতে পারে। সাঞ্জুর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা, আর সন্দীপের ছিটকে যাওয়া—দুইয়ে মিলে আসরের বাকি সময়টা স্বস্তিতে থাকবে না দলটি। মুম্বাইয়ের বিপক্ষে ১০০ রানে হেরে আসরে অবশ্য ইতোমধ্যেই প্লে অফের রাস্তা থেকে ছিটকে গেছে দলটি।