আবারো রাজস্থানের প্রধান কোচের দায়িত্বে সাঙ্গাকারা

ফ্র্যাঞ্চাইজি লিগ
আবারো রাজস্থানের প্রধান কোচ হচ্ছেন সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত ৩০ আগস্ট রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। এবার জানা গেল, পুনরায় দলটির প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। ইতোমধ্যেই অনানুষ্ঠানিকভাবে আইপিএলের আগামী আসরের জন্য দলটিকে নিয়ে পরিকল্পনা শুরু করেছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক।

এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাঙ্গাকারা। ২০২১ সালে রাজস্থানে যোগ দেয়ার পর থেকে ক্রিকেট পরিচালক ও প্রধান কোচের দায়িত্ব একইসাথে পালন করেছেন সাঙ্গাকারা। তার তত্বাবধায়নে এবং সাঞ্জু স্যামসনের নেতৃত্বে দলটি চার মৌসুমে দুইবার প্লে-অফে পৌঁছায়।

এমনকি দীর্ঘ ১৪ বছর পর, ২০২২ সালে আইপিএলে ফাইনাল খেলে দলটি। যদিও ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে হেরে যায় দলটি। ২০২৩ সালে পঞ্চম হওয়ার পর ২০২৪ সালে কোয়ালিফায়ার থেকে বিদায় নেয় আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

তবে ২০২৪ সালে দ্রাবিড়ের কোচিংয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দ্রাবিড়কে প্রধান কোচের পদ দেয় রাজস্থান রয়্যালস। ২০২৫ আইপিএলে মাত্র চার জয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর গত আগস্টে দলটির দায়িত্ব ছেড়ে দেন দ্রাবিড়।

ভারতের গণমাধ্যমে আরো জানা গেছে, সাবেক ভারতীয় ব্যাটার বিক্রম রাঠোরকে সহকারী কোচ হিসেবে রাখা হবে রাজস্থানে। তবে শেন বন্ড বোলিং কোচ হিসেবে বহাল থাকছেন। এছাড়া রাজস্থানে সাঙ্গাকারার পূর্বের সহকারী কোচ ট্রেভর পেনি ও সিদ্ধার্থ লাহিড়ীরও দলটিতে পুনরায় যুক্ত হবার সম্ভাবনা রয়েছে।

দায়িত্ব গ্রহণের পর সাঙ্গাকারার সবচেয়ে বড় কাজ হবে রাজস্থানের নতুন অধিনায়ক ঠিক করা। কারণ ২০২৫ মৌসুমের পর সাঞ্জু স্যামসন রাজস্থান ফ্র্যাঞ্চাইজিকে তাকে ছেড়ে দিতে অনুরোধ করেছেন। জানা গেছে, ৩০ বছর বয়সী স্যামসন নিজের দল পরিবর্তন করতে চান।

আরো পড়ুন: কুমার সাঙ্গাকারা