আফিফের ৮ উইকেটের ম্যাচ জিতল খুলনা, লড়ছে রাজশাহী
জাতীয় ক্রিকেট লিগে চারদিনের ম্যাচে বরিশালকে সাত উইকেটে হারিয়েছে খুলনা। খুলনার বিপক্ষে ফলো অনে পড়ে আবারও ব্যাটিংয়ে নেমে ২২৪ রানে অল আউট হয় দলটি। প্রথম ইনিংসে ৩১৩ রান করা খুলনার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৮ রানের। এই লক্ষ্যে তিন উইকেট হারিয়েই পৌঁছে যায় খুলনা। দিনের আরেকটি ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে জিততে রাজশাহীর প্রয়োজন ২৬৪ রান, হাতে আছে ছয় উইকেট।