সেঞ্চুরির অপেক্ষায় তানজিদ, সিলেটে জাকির-মুবিনের ফিফটি

ঘরোয়া
সেঞ্চুরির অপেক্ষায় তানজিদ, সিলেটে জাকির-মুবিনের ফিফটি
তানজিদ হাসান তামিম, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) জাকির হাসান এবং মুবিন আহমেদ দিশানের হাফ সেঞ্চুরিতে খুলনার ২৫৯ রানের জবাবে সাত উইকেটে ৩০৭ রান করেছে সিলেট। আরেক ম্যাচে রাজশাহীর করা ২৯৮ রানের জবাবে ৩৮২ রানে অল আউট হয়েছে ঢাকা। পুনরায় ব্যাটিংয়ে নেমে দুই উইকেটে ১৫১ রান করেছে রাজশাহী, ৬৭ রানের লিড নিয়েছে দলটি।

জাকির-মুবিনের হাফ সেঞ্চুরিতে জবাব দিচ্ছে সিলেট-

বিনা উইকেটে ২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সিলেট। ওপেনিং জুটিতে দলটি তোলে ১৪১ রান। ১৩৯ বলে ৭১ রান করে ফিরে যান মুবিন। দলীয় ১৬৭ রানের মধ্যে জাকিরও ফিরে যান ১২৫ বলে ৭৮ রান করে।

তারপর থেকে অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। সৈকত আলী ১২, অমিত হাসান ১৭, আবদুল্লাহ আল গালিব ১৪ রানে ফিরে যান। তারপর নাসুম আহমেদ ২৩ রানে ফিরলে ২৩৬ রানের মধ্যে ছয় উইকেট হারায় দলটি।

এরপর ৪৯ রানের জুটি গড়েন আশরাফুল হাসান রিহাদ এবং সাহানুর রহমান। ৩২ রান করে সফর আলীর দ্বিতীয় শিকার হন আশরাফুল। বাকি সময়টায় আর উইকেট পড়েনি। ৫৩ বলে ২৭ রান করে সাহানুর এবং ২৩ বলে ১৬ রান করে তানজিম হাসান সাকিব দলকে তিনশ'র গণ্ডি পার করান।

তানজিদের হাফ সেঞ্চুরিতে লড়ছে রাজশাহী-

আরেক ম্যাচে চার উইকেটে ২৫২ রান নিয়ে দিন শুরু করে ঢাকা। আগের দিন দলটির হয়ে সেঞ্চুরি করেছিলেন আশিকুর রহমান শিবলি এবং ৯৭ রানে আউট হয়েছিলেন আনিসুল ইসলাম। এ দিন দলটির হয়ে ৯৬ রানে অপরাজিত ছিলেন তাইবুর রহমান। লেজের সারির ব্যাটাররা উপযুক্ত সঙ্গ না দেয়ায় সেঞ্চুরি করতে পারেননি তিনি।

পুনরায় ব্যাটিংয়ে নেমে ১০ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। সাব্বির হোসেন চার রানে আউট হলে ৪৯ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম এবং ওয়াসি সিদ্দিকি। ১৯ রানে ফিরে যান ওয়াসি।

এরপর আর উইকেট হারায়নি রাজশাহী। ৮৪ বলে পাঁচটি চার এবং চারটি ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন তানজিদ। ৪৫ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৪০ রানে তার সঙ্গে অপরাজিত আছেন প্রিতম কুমার।

আরো পড়ুন: ঢাকা