সোহান-সাব্বিরের ঝড়ে রাজশাহীর ২০০ রানের ম্যাচ পরিত্যক্ত

ঘরোয়া
সোহান-সাব্বিরের ঝড়ে রাজশাহীর ২০০ রানের ম্যাচ পরিত্যক্ত
সোহান-সাব্বিরের ঝড়ে রাজশাহীর ২০০ রানের ম্যাচ পরিত্যক্ত, ফেসবুক
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
হাবিবুর রহমান সোহান এবং সাব্বির হোসেনের ঝড়ো ইনিংসের ম্যাচে মাত্র ১৫ ওভারে চার উইকেটে ২০০ রান তোলে রাজশাহী। সিলেটের বোলারদের রীতিমতো তুলোধুনো করার এই ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয়েছে।

এ দিন ম্যাচ শুরুর আগেই ছিল বৃষ্টির বাগড়া। এরপর টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে রাজশাহী। ১০.৪ ওভার পর্যন্ত স্থায়ী হয় দলটির ওপেনিং জুটি। ১৪১ রানের এই জুটিতে সমানতালে হাত চালান দুই ওপেনার।

৩৫ বলে পাঁচটি চার ও সমান সংখ্যক ছক্কায় ৬৭ রান তুলে বিদায় নেন সোহান। ইবাদত হোসেনের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। দলীয় ১৫৬ রানের মধ্যে ফিরে যান আরেক ওপেনার সাব্বির।

৩৫ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার। তাকে ফেরান খালেদ আহমেদ। কাউ কর্নারে ক্যাচ দিয়ে বিদায় নেন সাব্বির। তিনে নামা সাব্বির রহমান রোমান এ দিন চটজলদি ৮ বলে ২০ রান করে বিদায় নেন।

তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন রেজাউর রহমান রাজা। ঠিক ১৫ ওভারে ফিরে যান প্রিতম কুমারও। এই উইকেটরক্ষক ব্যাটার ১১ বলে ২২ রান করে রান আউট হন।

এস এম মেহরব তিন বলে আট রান করে অপরাজিত থাকেন। তারপর বৃষ্টি নামলে আর এক বলও মাঠে গড়ায়নি। পাঁচ ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে রাজশাহী। সমান ম্যাচে সমান জয় নিয়ে পাঁচে আছে সিলেট।

আরো পড়ুন: রাজশাহী