
ভালো জামা না থাকায় বিয়ে বা অনুষ্ঠানে আমাদের দাওয়াত দিতো না: মারুফা
গরু-মহিষ না থাকায় চাষের জমিতে বাবার কৃষি কাজে সহায়তা করতে নিজেই জোয়াল টানছেন মারুফা আক্তার! আরেকটা ছবিতে বাবার আইমুল্লাহ সাথে দুই পাশে ধরে টানছেন জোয়াল। করোনাকালে ভাইরাল হওয়া ছবিগুলোর কথা মনে আছে? প্রতিভা ও অদম্য সাহসে পুরনো সেইদিন গুলো পর করে সেই মারুফা হয়ে উঠেছেন বাংলাদেশের পেস বোলিংয়ের কাণ্ডারি। মারুফার উঠে আসার গল্পটা যে সহজ ছিল না সেটা স্পষ্ট ভাইরাল হওয়া সেই ছবিগুলোতেই। নারী বিশ্বকাপ খেলতে গিয়ে সেই গল্পগুলো আবারও শুনিয়েছেন ডানহাতি এই পেসার। মারুফা জানান, ভালো ড্রেস না থাকায় একটা সময় তাদের পরিবারকে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয়া হতো না।