সাকিব আল হাসান পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হয়ে উঠেছেন মুস্তাফিজ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল অভিষেক হয় বাঁহাতি পেসারের। পারফরম্যান্সে আলো ছড়িয়ে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে। গত দুই বছরে জাতীয় দলের হয়ে নিয়মিতই পারফর্ম করেছেন তিনি।
দুর্দান্ত পারফরম্যান্সের ফলে বড় অঙ্কে আইপিএলে দল পেয়েছিলেন মুস্তাফিজ। দিল্লি ও চেন্নাইয়ের সঙ্গে লড়াইয়ে জিতে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসারকে কিনে নেয় কলকাতা। তবে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক টানাপোড়েনে সাম্প্রদায়িক ইস্যু সামনে এনে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার হুমকি দেয় ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দল ও কয়েকজন ধর্মীয় গুরু।
তাদের আন্দোলন আর তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা। যার ফলে দল পেয়েও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হচ্ছে না বাঁহাতি পেসারের। মুস্তাফিজকে এভাবে বাদ দেয়ায় অনেকটা ব্যথিত মঈন। সিলেট টাইটান্সের হয়ে বিপিএল খেলতে আসা ইংলিশ অলরাউন্ডার সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় জানান, তাঁর সঙ্গে যা ঘটেছে সেটা দুঃখজনক।
এ প্রসঙ্গে মঈন বলেন, ‘আমি মুস্তাফিজের জন্য ব্যথিত (আইপিএল থেকে বাদ পড়ায়)। আমি নিশ্চিত সবাই মুস্তাফিজের জন্য ব্যথিত। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। মানুষ হিসেবে মুস্তাফিজ দারুণ একজন। অনেকদিন পর সে একটা ভালো ডিল (আইপিএল চুক্তি) পেয়েছিল। কিন্তু ওইযে বললাম যেটা হয়েছে দুঃখজনক।’
আইপিএল থেকে বাদ পড়লেও বসে থাকতে হচ্ছে না মুস্তাফিজ। একই সময়ে চলা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন বাংলাদেশের তারকা পেসার। কয়েক দিন আগে পিএসএলের অফিসিয়াল পেজ থেকে মুস্তাফিজের ছবি পোস্ট করে লিখেছে, ‘মুস্তাফিজুর রহমান- পিএসএলের নতুন যুগে স্বাগত।’ এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন তিনি।