এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই গুঞ্জন চলছে মুস্তাফিজকে আবারও আইপিএলে ফেরাতে বিসিবির সঙ্গে আলোচনা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন এমন কোনো কথা হয়নি তাদের।
তিনি বলেন, 'এরকম (মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর ব্যাপারে) কোনো কিছু আমাদের গ্রুপে বা মেইল আমি পাইনি। এটা মিডিয়াতে দেখেছি। এটা মিডিয়াতে সীমাবদ্ধ আছে।'
তিনি আরও যোগ করেন, 'মুস্তাফিজের এনওসি বাতিল করা হয়েছে। কোনোভাবেই সে আইপিএল খেলবে না। এই চ্যাপ্টার ক্লোজ।'
গত বুধবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানেই তিনি জানিয়েছিলেন আইসিসিকে আবারও চিঠি পাঠাবেন তারা। বৃহস্পতিবার সেই চিঠি পাঠিয়েছে বিসিবি। ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে কারণগুলো সেখানে খোলাসা করেছে তারা।