২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেঙ্গালুরুর মালিকানায় ছিল অ্যালকোহল কোম্পানি ইউনাইটেড স্পিরিটসের চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী বিজয় মালিয়া। তবে ২০১৫ সালে মালিকানা কিনে নেয় যুক্তরাজ্যের অ্যালকোহল কোম্পানি ডিয়াজিও। তাদের মালিকানায় গত বছর প্রথমবারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। বিরাট কোহলিরা শিরোপা জেতার পরই ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান।
আইপিএলের বিনিয়োগ ডিয়াজিওর কাছে ব্যবসার মূল অংশ না হওয়ায় মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সিএনবিসি টিভি১৮-এর প্রতিবেদন অনুযায়ী বেঙ্গালুরুর পুরো মালিকানা কিনতে হলে ২০০ কোটি ডলার (২৪ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ টাকা) খরচ হবে। গুঞ্জন আছে ফ্র্যাঞ্চাইজিটি কেনার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন ভারতীয় ধনকুব আদর পুনাওয়ালা। যদিও ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেয়া নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি তিনি।
নতুন খবর বেঙ্গালুরু মালিকানার শেয়ার কিনতে চান বলিউড অভিনেত্রী আনুশকা ও অভিনেতা রণবীর। আইপিএলের শুরু থেকেই বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। স্বামীকে সমর্থন দিতে প্রায়শই বেঙ্গালুরু খেলা দেখতে মাঠে এসেছেন আনুশকা। স্বাভাবিকভাবেই বেঙ্গালুরুর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে বলিউড অভিনেত্রীর। সেই জায়গা থেকেই ফ্র্যাঞ্চাইজিটিতে বিনিয়োগ করতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি কোহলির ব্যবসা দেখভাল করেন আনুশকা।
এ ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মসের মালিকানা আছে বলিউড অভিনেত্রীর। নুশ নামে আনুশকার একটি ক্লদিং ব্র্যান্ড আছে। এসবের পাশাপাশি হোলসাম ফুড নামে ভেজিটেরিয়ান খাবেরর প্রতিষ্ঠানের সঙ্গেও পার্টনারশিপ আছে তাঁর। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর ৩ শতাংশ মালিকানা কিনতে আগ্রহী আছেন আনুশকা। সেটার জন্য প্রায় ৪০০ কোটি রুপি গুনতে হবে তাকে।
২০১৯ সালে মুম্বাই সিটির ৬৫ শতাংশ মালিকানা কিনে নেয় ‘সিটি ফুটবল গ্রুপ’ (সিএফজি)। তবে পাঁচ বছরের মধ্যে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা। চলতি বছর তাদের মালিকানা ছেড়ে দেয় ক্লাবের পুরনো মালিক রণবীর ও বিমল পারেখের কাছে। মুম্বাই সিটির মালিকানার পাশাপাশি বিভিন্ন ব্যবসা আছে রণবীরের। ফুটবলের পর ক্রিকেটেও বিনিয়োগ করতে যাচ্ছেন। গুঞ্জন আছে বেঙ্গালুরুর ২ শতাংশ শেয়ার কিনতে পারেন রণবীর। সেটার জন্য অবশ্য বলিউড অভিনেতার খরচ হবে ৩০০-৩৫০ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন আসলেও আনুশকা কিংবা রণবীরের কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের আগামী আসরের নিলাম। সূচি অনুযায়ী ৮৪ ম্যাচের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পর্দা উঠবে ২৬ মার্চ। চলতি বছরের ৩১ মে হবে আইপিএলের ফাইনাল।