বেথেলের দুর্দান্ত সেঞ্চুরির পরও বিপাকে ইংল্যান্ড
সিডনি টেস্টের আগে জ্যাকব বেথেল বলেছিলেন, তিন নম্বর ব্যাটিং পজিশনটা নিজের করে নিতে চান। প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে সেটার আভাস ভালোভাবেই দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। বেউ ওয়েবস্টারের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অন দিয়ে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন বেথেল। ১৫ চারে ২৩২ বলে ১৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত বাঁহাতি এই ব্যাটার। বেথেলের সেঞ্চুরির পরও হ্যারি ব্রুক, উইল জ্যাকস, জেমি স্মিথ, বেন স্টোকসদের বিদায়ে চাপে ইংল্যান্ড। ১১৯ রানের লিড পেলেও চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ৩০২ রান তুলেছে সফরকারীরা।